Answered 2 years ago
আপনার যদি সামর্থ্য থাকে তাহলে ব্যাবসা করাই ভাল।
আপনার প্রতিষ্ঠান থেকে আর অনেকে কর্ম সংস্থান খুজে পাবে।
উদাহরণ হিসেবে একটি গল্প বলি :
রুহুল আইবিএ থেকে পাস করেছে। ইউনিলিভার তাকে ৮০,০০০ টাকার চাকুরী অফার করেছে। সাথে গাড়িও দিয়েছে। মা, বাবা প্রেমিকা সবাই চাচ্ছে রুহুল জয়েন করুক।
মিতা শান্তা মারিয়াম থেকে ফ্যাশন ডিজাইনিং শেষ করে বেক্সিমকো এর সিস্টার কনসার্ন " ইয়েলো" থেকে খুব ভালো চাকুরীর অফার পেয়েছে। স্বাভাবিক এত ভালো অফার কেউ ছাড়ে?
সীমান্ত বুয়েট থেকে সিএসই কমপ্লিট করেছে। সামসাং আর মাইক্রোসফট বাংলাদেশ থেকে অফার ঝুলছে। কিন্তু তার মাথায় বাস করছে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের আইডিয়া যার গ্লোবাল মার্কেট এ বেশ ভালো চাহিদা আছে।
উপরের ৩ জন তরুণ-তরুণী প্রচণ্ড মেধাবী কিন্তু তাদের ৩ জনের কেউ ই চাচ্ছে না কোথাও জয়েন করতে। পৃথিবীর নিয়মে ঘুরতে ঘুরতে ৩ জনের দেখা হয়ে গিয়েছিল। তারা চাচ্ছে তাদের ৩ জনের এই দক্ষতা কে পরিপূর্ণ ভাবে কাজে লাগিয়ে নিজেরা কিছু করতে কিন্তু পরিবার আর সমাজ কেউ তাদের সাথে নেই।
কোন একটা বিশেষ কারণে পৃথিবীতে সবাই উদ্যোক্তা হয়ে জন্ম নেয় না। ১০০ জনের ভেতর ৩ জন চায় এমন কিছু করতে। সেই ৩ জন কেউ আমরা ঠিক মত অনুপ্রাণিত করতে পারি না। আসলেই কিন্তু পারি না। সব দিক থেকে বাঁধা আসতে শুরু করে, খোদ ভার্সিটির শিক্ষকরা আপনাকে শেখাবে " How to get a good job" যেখানে বাইরের দেশের ( বেশি দূরে না ভারতেই) এখন উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করা হয়।
এখন অনেকেই বলবেন ভাই আগে কিছুদিন চাকুরী করে কিছু শিখুক তারপর না হয় উদ্যোক্তা হবে। এই ধারনাতে একটা বিশাল ভুল আছে কারণ যখন আপনি চাকুরী করেন তখন আপনি রিস্ক নেয়া শেখেন না, অনেক সময় ডিসিশন আপনি নেন না-- আর এই ২ টা জিনিস ই দরকার উদ্যোক্তা হবার জন্য ১। রিস্ক নিতে শেখা ২। ডিসিশন নেয়া-- তাহলে কেন চাকুরী হবে উদ্যোক্তা হবার প্রথম সিঁড়ি?
চাকুরী এবং ছোট খাটো একটা ব্যবসা চালাতে গিয়ে আমি শিখেছি এই ব্যাপারটা। নিজের ব্যবসার অনেক কিছুই আমি নিজে ডিসিশন নেই, ভুল করি , সেলস আসে না তখন বুঝি এটা ভুল ছিল। একটা রিস্ক এনালাইসিস করে ছোট ছোট ফান্ড কেই আবার নতুন করে ডিস্ট্রিবিউট করি-- অনেক লার্নিং হয়। যেটা আমরা ২০১৯ এ কাজে লাগাব ইনশাআল্লাহ্। তাই আমি বলবো যারা ভাবছেন নিজের জন্য কিছু করবেন তাহলে একটু একটু করে শুরু করুন।
একটা দেশের ইকনোমিতে এই উদ্যোক্তাদের ভূমিকা কত জানেন? অনেক!! কিন্তু কেন তাহলে তাদের অনুপ্রাণিত করা হয় না। দেশের বেস্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করে যদি কেউ চাকুরী না করে কেন তাকে অবহেলায় ফেলা হয়?
এমন কি একজন স্ট্রাগলিং এন্ট্রেপ্রেনেউর কে তার দীর্ঘ দিনের প্রেমিকাও ছেড়ে চলে যায় কারন তার কাছে নাকি লাইফ সিকিউর না। কি অদ্ভুত!! মনে হচ্ছে, চাকুরী খুব সিকিউর ( what a belief!?!) আচ্ছা আজ সকালে যে গাড়িতে করে অফিসে যাচ্ছেন পরিবার কে বাসায় রেখে , আপনি কি করে সিওর যে আপনি আল্লাহ না করুন সন্ধ্যায় ঠিকঠাক বাসায় ফিরবেন? আসলেই তাই, কোন কিছুই নিশ্চিত না। ঘুম কত নিশ্চিন্ত একটা আরাম তাই না, কিন্তু আপনি কি জানেন প্রতিদিন শুধু ঘুমেই মারা যায় ২০০ এর উপরে মানুষ। অসুস্থের ঘুম না, স্বাভাবিক ঘুম, জাস্ট সকালে আর উঠে না ।
"Modern American Economics" নিয়ে একটা প্রবন্ধ পড়েছিলাম অনেক আগে। সেখানে খুব সুন্দর করে আমেরিকানদের অর্থনীতির গড়ে ওঠা নিয়ে লিখা ছিল যেখানে বার বার পরিসংখ্যানে দেখা গিয়েছিল নতুন নতুন ব্যবসা কীভাবে তাদের অর্থনীতির চাকা কে সচল রেখেছে। সময় নিয়ে গুগল করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। বেশি না ঘুমানোর আগে জাস্ট ৩০ টু ৪০ মিনিট।
আর বিয়ে-শাদি নিয়ে উদ্যোক্তাদের কি যে করতে হয় সেটা নাই বললাম। বাট আপুদের বলতে চাই, " ছেলেগুলার পাশে থাকেন, এরা আর যাই পারুক না কেন, চুটিয়ে ভালবাসবে আর আপনার ভবিষ্যৎ সন্তানদের জন্য একটা ভালো রোল মডেল হবে"-- রিজিকের মালিক আল্লাহ ( যদি সত্যি এটা মানেন) তাহলে এদের হাত ধরেন, আপনি ঠকবেন না।
"ভাই আমি তো উদ্যোক্তা হতে চাই না তাহলে কেন আমাকে বলছেন?"-- আমি সবাই কে উদ্যোক্তা হতে বলছি না ভাই, আমি বলছি যার উদ্যোক্তা হবার ডিজেল আছে সে হবেই কিন্তু আমরা যেন তাদের আটকে না রাখি, তাদের হেয় না করি বরং তাদের বলি " সাবাস ব্যাটা , কাজের মত কাজ করতেছিস। নিজের জন্য কিছু করছিস" -- ব্যস, আপনাদের এই টুকু করতে বলছি।
মনে রাখবেন একটা ভার্সিটি যদি ৫০ টা বিসিএস ক্যাডার বা ৫০ টা ভালো এমপ্লয়ী বের করে থাকে তাহলে যেই ভার্সিটি ৫০ টা উদ্যোক্তা বের করে সে আসলে ১০০০ কর্মসংস্থান তৈরি করে। খুব ছোট একটা স্টার্ট- আপ এ ও মিনিমাম ১৫ জন লোক কাজ করে।
উদ্যোক্তা দের সম্মান করুন, কারন তারা নতুন কিছু , নিজের কিছু করার জন্য মাঠে নেমেছে। কখনো তাদের সাথে এমন ভাব করবেন না যে তাঁরা কিছু করতে না পেরে উদ্যোক্তা হয়েছে, তাঁরা হয়তো আপনাদের চেয়ে সাহসী এবং উদ্যমী। উদ্যোক্তা রা সৃষ্টিকর্তার এক অসাধারণ সৃষ্টি।
Nayeem Khan publisher