Answered 2 years ago
আপনি চাকরি ও করতে চাচ্ছেন এবং ব্যবসা পরিচালনা করতে যাচ্ছেন অর্থাৎ আপনি মাল্টি অ্যাকটিভিটি করতে চাচ্ছেন।
অবশ্যই করতে পারবেন অনেকেই তা করে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে।
শুরুতে আপনাকে কিছুটা কষ্ট করতে হবে কারন একটা ব্যবসার শুরুতে প্রত্যেকটা কাজ নিজেকেই করতে হয়।
ধরেন আপনি কোন কিছু বিক্রি করবেন বিক্রির কাজটা আপনাকে সরাসরি করতে হবে, টাকা কালেকশন এর কাজটা আপনাকে করতে হবে, একাউন্টিং এর কাজটা আপনাকে করতে হবে, ম্যানেজমেন্টের কাজ আপনাকে করতে হবে, টাকা কোথা থেকে জোগাড় করবেন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে, টাকা কোথায় কোথায় খরচ করবেন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে ব্যাংকিং, ডকুমেন্টেশন আপনাকে নিজেই করতে হবে।
ব্যবসায় কিছুটা মুনাফা অর্জন করার পর আপনাকে আপনার বিজনেসের জন্য একজন উত্তরসূরি তৈরি করতে হবে অর্থাৎ আপনি না থাকলেও যাতে আপনার বিজনেসটা পরিচালিত হতে পারে সে জন্য একটা ভালো ম্যানপাওয়ার টিম তৈরি করতে হবে।
একটা বিজনেস প্রিন্সিপাল সম্পর্কে আপনাকে অবগত করছি সেটা হচ্ছে একটা বিজনেস শুরু থেকে বড় করতে গেলে তাকে 3T ফর্মুলা মানতে হবে -
Team
Training
Technology
আর উপরের এই তিনটি ফর্মুলা আপনি যত তাড়াতাড়ি আপনার ব্যবসায় প্রয়োগ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আপনার বিজনেস আপনার সময় কম দিতে পারবেন।
আপনি এই প্রিন্সিপাল কে ফলো করবেন দেখবেন ইনশাল্লাহ জীবনে কোনদিন ব্যবসায় সমস্যা সৃষ্টি হবে না বিজনেস সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স পেতে আমার পোস্টটি Upvote করুন এবং পোস্টটি শেয়ার করুন।
একটা চিরন্তন সত্য কথা সব সময় মনে রাখবেন " Your Manpower Will Make You Superpower"
আপনি যত তাড়াতাড়ি ভালো ম্যানপাওয়ার তৈরি করতে পারবেন ততো তাড়াতাড়ি আপনি আপনার ব্যাবসায়িক ফাংশন থেকে দূরে থেকে ব্যবসার মজা গ্রহণ করতে পারবেন।
বিজনেস এর বিভিন্ন ছোট ছোট সমস্যা নিয়ে আমি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন।
sumonakhatun publisher