Answered 2 years ago
রকেট কিভাবে উড়ে তা নিয়ে মানুষের মধ্যে বেশ বড় ধরনের বিভ্রান্তি রয়েছে। ব্যাপারটা বুঝার চেষ্টা করুন। রকেট মোটেও বাতাসের উপর চাপ বা বল প্রয়োগ করে চলে না। অনেকে মনে করে রকেট বাতাসের উপর বল প্রয়োগ করে এবং নিউটনের ৩য় সূত্র অনুযায়ী বাতাস বিপরীত দিকে সমান পরিমাণ বল প্রয়োগ করে। আর এর সাহায্যেই রকেট উড়ে। ব্যাখ্যাটা মোটেও ঠিক নয়। রকেট বায়ুশূন্য স্থানেও উড়তে পারে।
আসলে রকেট তার ইঞ্জিনের সাহায্যে নিচের দিক দিয়ে প্রবল বেগে গ্যাস নিক্ষেপ করে। গ্যাস যখন নির্দিষ্ট বেগে বাইরে নির্গত হতে থাকে তখন রকেট ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ( যা নিউটনের ৩য় সূত্রেরই একটি রূপ) অনুযায়ী উল্টোদিকে বল লাভ করে। এই বলকে পদার্থবিঙ্গানের ভাষায় ধাক্কা বল (thrust force) বলে। এর সাহায্যেই রকেট আকাশে উড়ে। যারা ছোটবেলায় নিচের এই বেলুন গুলোর মতো লম্বা বেলুন আকাশে উড়িয়েছেন তারা ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবেন।
এই বেলুনগুলোতে বাতাস ভরে ছেড়ে দিলে তা থেকে নিচ দিয়ে দ্রুত বেগে বাতাস বের হতে থাকে এবং ফলশ্রুতিতে বেলুন উপরে উঠে। এতে বাইরের বাতাসের বিশেষ একটা ভূমিকা নেই। রকেটের ব্যাপারটা অনেকটা এরকমই। কাজেই রকেট উড়াতে বাতাসের কোনো ভূমিকা নেই। বরং বাতাসের কারণে সৃষ্ট ঘর্ষণ বল রকেটের জন্য বাধা হিসাবে কাজ করে এবং রকেটের গতিকে কমিয়ে দেয়।
অ্যাপোলো ১১ মিশনে লুনার মডিউলের নিজস্ব রকেট ইঞ্জিন ছিল যা চালু করে নভোচারীরা পৃথিবীতে ফিরে আসতে পেরেছিল। একে তে বায়ুর বাধা ছিল না তার উপর চাঁদের অভিকর্ষ বল পৃথিবী থেকে ছয় গুণ কম। মঙ্গলে এ দুটো সুবিধা নেই। যার কারণে মঙ্গলে আমরা এখনও যাওয়ার সাহস করতে পারি নি। সামনের দিকে যাওয়া সম্ভব হলেও সেটা হবে ওয়ানওয়ে (oneway)।
আশা করি বুঝাতে পেরেছি। আপনারা যেটাকে সমস্যা মনে করছিলেন(বাতাস না থাকা) সেটা আসলে সমস্যা না বরং আশীর্বাদ। আর রকেট কোনোকিছুর উপর চাপ বা বল প্রয়োগ ছাড়াই উড়তে সক্ষম।
আরো ভালো করে বুঝতে চাইলে নিচের লিংকে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। ধন্যবাদ।
hossiannaim publisher