চাঁদে কী এমন আছে, যা আলো দিতে সাহায্য করে?

1 Answers   12.5 K

Answered 2 years ago

চাঁদের নিজস্ব আলো নেই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে যা সূর্য থেকে সংগ্রহ করে এবং সূর্য না থাকলে অর্থাৎ রাতে স্নিগ্ধ সাদা আলো দেখা যায়।

চাঁদের আলো বিষয়টি পুরোপুরিই একটি ভ্রম। চাঁদ যে আলো দেয় বা পৃথিবী থেকে চাঁদের যে আলো আমরা দেখতে পাই সেটি আসলে সূর্যের আলো। তবে কি চাঁদ সূর্যের থেকে আলো ধার করে? সূর্য একটি নক্ষত্র। এর নিজস্ব আলো আছে এবং এটি জ্বলন্ত আগুনের গোলক। সূর্যের এই আগুনই মূলত চাঁদ এবং সৌরজগতের সকল গ্রহ-উপগ্রহের আলো ও তাপের উৎস।

চাঁদ সূর্যের থেকে প্রায় ১৫০ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এত দূর থেকে প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সূর্য থেকে চাঁদে আসে। মহাকাশচারীরা যখন চাঁদে গিয়েছিলেন, তারা দেখেছেন চাঁদের পৃষ্ট ধূসর রংয়ের ও উঁচু-নিচু। এই পৃষ্ঠ তার উপরে পরা আলোকে প্রতিফলিত করে।

লক্ষ করেছন, সূর্যের আলো যেমন উজ্জ্বল চাঁদেরটা সেরকম উজ্জ্বল নয়। বরং চাঁদের আলো বেশ কোমল ও স্নিগ্ধ। এর কারণ, সূর্যের যতটা আলো চাঁদের উপরে পরে তার মাত্র শতকরা ১২ ভাগ আলো চাঁদ প্রতিফলিত করতে পারে। এভাবেই চাঁদ সূর্যের আলোকে পৃথিবীতে পাঠায়।


Abir Ahmed
abirahmed
358 Points

Popular Questions