চাঁদের অক্সিডেসন হচ্ছে ?

1 Answers   12 K

Answered 2 years ago

বিজ্ঞানীরা বলছেন চাঁদের নাকি অক্সিডেসন (Oxidation) ঘটছে । ব্যাপারটা সত্যিই হচ্ছে ৷ চাঁদের ভূপৃষ্ঠে Hematite ( Fe2O3) তৈরী হচ্ছে । কিন্তু চাঁদে তো অক্সিজেন নেই । তাহলে ? এছাড়া সৌর বাতাস ( Solar wind) যাতে থাকে হাইড্রোজন তা প্রতি নিয়ত চাঁদের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । এটা কোন অক্সিজেন এলেও তাকে মুক্ত ভাবে থাকতে দেবে না । তাহলে ঘটনাটি ঘটছে কি ভাবে ?

উত্তর হল, পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্র যা পৃথিবীকে সৌর ঝড় থেকে রক্ষা করে । চাঁদ ও এর থেকে রক্ষা পায় যখন সে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে এসে পরে ।নিচে দেখুন ৷ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের এই নীল রঙের রক্ষাবলয় পৃথিবীকে হাইড্রোজেন সমৃদ্ধ সৌর ঝড় দ্বারা ধৌত হওয়া থেকে বাঁচায় । এবার দেখুন এই চৌম্বক ক্ষেত্রটির একটি প্রশস্ত লেজ আছে যার মধ্যে চাঁদের কক্ষপথ এসে যায় যে সময় চাঁদও সৌর ঝড়ের প্রকোপ থেকে রক্ষা পায় । আবার এই অংশটিতে পৃথিবীর বায়ুমন্ডলের উপরিভাগের কিছু অংশ চাঁদের আকর্ষনে এসে যায় যা অক্সিজেনে সমৃদ্ধ ।চাঁদ যখন এই অংশটিতে প্রবেশ করে তখন তার ভূপৃষ্ঠ হয় অক্সিডেসনের পক্ষে প্রকৃষ্ট ।তখনই তার ভূপৃষ্ঠে হেমাটাইট ( Hematite Fe2O3) গঠিত হয় ।

এছাড়া চাঁদের যে পৃষ্ঠটি আমরা দেখতে পাইনা সেখানেও অকসাইড গঠিত হয়েছ। তা সম্ভবত হয়েছে চাঁদের ঐ পৃষ্ঠে কিছু খনিজ এবং ভূপৃষ্ঠে অবস্থিত কিছুটা জলের উপস্থিতির জন্য ৷

Tripty Khan
triptykhan
581 Points

Popular Questions