Answered 2 years ago
কল্পনা করার চেষ্টা করুন আপনি একই সাথে অতীত,বর্তমান ও ভবিষ্যৎ কে দেখতে পাচ্ছেন। তাহলে ঠিক কেমন দেখাতো আপনার চারপাশের জগতটা?হয়তো এটা কল্পনা করা খুব সহজ হবে না। কারণ ত্রিমাত্রিক দুনিয়ায় এটা যে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন হবে চার মাত্রার জগৎ।
আমরা মানুষ সহ অন্যান্য জীব কেবল তিনটি মাত্রাকে একইসঙ্গে অনুধাবন করতে পারি।এই তিন মাত্রাতেই আমরা স্বাধীন ভাবে ভ্রমণ করি। অর্থাৎ, সামনে-পিছে,ডানে-বাঁয়ে কিংবা উপরে-নিচে। কিন্তু আমরা চাইলেও অতীত-ভবিষ্যতে ভ্রমণ করতে পারি না। অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে আমরা একইসঙ্গে অনুধাবনও করতে পারি না। যদি পারতাম তাহলে স্থান ও কাল একসঙ্গে জুড়ে গিয়ে একটি চতুর্মাত্রিক জগৎ আমাদের দৃষ্টি গোচর হতো।
একটি ত্রিমাত্রিক বস্তুকে যদি পাতলা করে বার বার কাটা যায় তাহলে আমরা অনেকগুলো দ্বিমাত্রিক স্লাইড পাবো। অন্য ভাবে বলতে পারি অসংখ্য দ্বিমাত্রিক কাঠামো সমান্তরাল ভাবে যুক্ত হয়ে একটি ত্রিমাত্রিক কাঠামো গঠন করতে পারে। তেমনি সময় কে যদি আমরা অতি ক্ষুদ্র অংশে ভাগ করতে থাকি তাহলে দেখব প্রতিটি ক্ষুদ্র মুহূর্ত এক একটি ত্রিমাত্রিক জগৎ। অর্থাৎ অসংখ্য ত্রিমাত্রিক জগৎ পরস্পর সমান্তরালে যুক্ত হয়ে সৃষ্টি করেছে আমাদের অতীত,বর্তমান ও ভবিষ্যৎ -অর্থাৎ চতুর্থ মাত্রা। কিন্তু আমরা যেহেতু এই চার নম্বর মাত্রায় স্বাধীন ভাবে ভ্রমণ করতে পারি না, তাই এটি আমাদের সামনে 'সময়' হিসেবে আবর্তিত হয়।
diptykhatun publisher