চট্টগ্রাম শহর থেকে ভাটিয়ারী সানসেট পয়েন্ট কিভাবে যাবো? কত টাকা ভাড়া লাগবে?

1 Answers   9 K

Answered 1 year ago

আপনি চট্টগ্রাম শহরের যে জায়গাতেই থাকেন না কেনো আপনাকে প্রথম স্টেপে আসতে হবে অলংকার মোড় অথবা এ.কে.খান মোড়ে। দ্বিতীয় স্টেপে আপনাকে অলংকার থেকে কিংবা এ.কে.খান থেকে গাড়িতে উঠতে হবে। মিনি বাস অথবা ছোট চার চাকার পিকআপ পেয়ে যাবেন অলংকার মোরে। পিকআপ, বাসগুলো অলংকার মেড় থেকেই ছেড়ে থাকে এবং পর্যায়ক্রমে এ.কে.খান, নিউ মুনসুরাবাদ, সি.ডি.এ ১ নাম্বার, কর্নেল হাট, কালু শাহ মাজার, ফৌজদারহাট হয়ে ভাটিয়ারী যায়। ভাড়া নিতে পারে ২০-৩০ টাকা পর্যন্ত। তৃতীয় স্টেপ- আপনি গাড়ী থেকে নেমে রাস্তার অপজিট সাইটে চলে যাবেন। ওখান থেকে দেখবেন "চান্দের গাড়ী" নামে অনেক গাড়ী সিরিয়ালে দারিয়ে আছে। ওই গাড়ীগুলো আপনার নির্ধারিত গন্তুব্য "সানসেট পয়েন্ট" হয়ে "ক্যাফে ২৪" নামক পার্ক পর্যন্ত যায়। আপনি ওই গাড়ী গুলোতে করে চলে যেতে পারবেন। ভাড়া আসলে সময়ের সাথে সাথে বাড়তে পারে, তাই আসলে এখন বর্তমানে ভাড়া কত সেটা আসলে সটিকভাবে বলতে পারবো না। তবে আপনাকে একটা ধারনা দেই যে ৪০-৭০ টাকা পর্যন্ত নিতে পারে জনপ্রতি। বিঃদ্রঃ আপনি যেখান থেকেই উঠেন না কেনো, চেস্টা করবেন ২-৩ টা গাড়ীতে ভাড়া জিগ্যেস করতে, তাে আপনি ঠকবেন না।
Baby Naznin
babynaznin
565 Points

Popular Questions