ঘর ওয়ারিং এর সময় লাইভ (L) এ তামার তার এবং নিরপেক্ষ বা আর্থিং (N) এর জন্য অ্যালুমিনিয়াম তার ব্যবহার করলে কোন লাভ বা ক্ষতি আছে কী? এবং কেন? অগ্রিম ধন্যবাদ?
6
0
1 Answers
10.8 K
0
Answered
3 years ago
N আর্থিং নয়। ওটা নিউট্রাল। L ও N একই মানের কেবল ব্যবহার করতে হবে এবং সেটা কপার। আর আর্থিংয়ের ক্ষেত্রে এ্যালুমিনিয়াম মোটা বার ব্যবহার করতে পারেন।
Mohon Ali publisher