গ্লাসের ভিতর জিন হাজির করে হাজিরা দেখা এটা কি সম্ভব?

1 Answers   8.3 K

Answered 2 years ago

হুমায়ূন আহমেদের 'বোতল ভূত' বইটা পড়েছেন? যদিও বাচ্চাদের জন্য লেখা বই, তবু আমি বলব বইটা অবশ্যই পড়বেন। মানুষ মানুষের সাথে প্রতারণা করে। সব যুগেই প্রতারক, মিথ্যাবাদী, ঠক, ভন্ড- ছিলো, আছে এবং থাকবে। জ্বীন নিয়ে এক শ্রেনীর মানুষ ব্যবসা করছে। যাকে প্রতারণা বলে। অনেক শিক্ষিত মানুষ প্রতারিত হচ্ছেন। তাদের কথা কোরআন শরীফে জ্বীনের কথা বলা হয়েছে। কোরআন শরীফে কি বলা হয়েছে গ্লাসে জ্বীন দেখা যাবে? আচ্ছা, ধরে নিলাম গ্লাসে জ্বীন দেখা গেলো- তাতে কি উপকার টা হবে দেশের? সমাজের? মানুষের?

জ্বীন ভূত বিশ্বাস করার কিছু নেই। এগুলো মানুষের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না। আপনার শুধু বিশ্বাস রাখতে হবে নিজের উপর। আজাইরা জিনিসে শুধু কেন বিশ্বাস করতে যাবেন? ডাস্টবিনের পচা গন্ধ কে যদি স্বয়ং রবীন্দ্রনাথও বলেন, আহ কি সুন্দর গন্ধ! ময়লার গন্ধ বদলে যাবে না। বাজে গন্ধই থাকবে। এখন যদি কোনো হুজুর, হাজী বা ইমাম সাহেবও জ্বীণ দেখেছেন বলে দাবী করে সেটা সত্য হয়ে যাবে না। প্রচুর পড়াশোনা করুণ, তাহলে নিজেই আসল সত্যটা জানতে পারবেন। বুঝতে পারবেন।

Khalid Rimon
khalidrimon
385 Points

Popular Questions