গ্রিস, মালদ্বীপ হাজারো দ্বীপের দেশ হয়েও, তেমন উন্নতি করতে পারছে না। কিন্তু বঙ্গোপসাগরে একটি দুটি দ্বীপ ভেসে ওঠায়, বাংলাদেশে আনন্দের নৃত্য শুরু হয় কেন?

1 Answers   5.1 K

Answered 2 years ago

নৃত্য করবো না কেন? আমরা ঘনবসতিপূর্ণ দেশে বাস করি।আমাদের ভূমির পরিমাণ বৃদ্ধি পেলে কিছুটা স্বাচ্ছন্দ্য বাড়বে।

গ্রিসের জনসংখ্যার একটি বিরাট অংশ পৌঢ়,ফলে উৎপাদনশীল খাতে যোগ্য কর্মী অপেক্ষা অবসর জীবন যাপনকারী মানুষের সংখ্যা বেশি।ফলে দিন দিন অর্থনীতি দুর্বল হচ্ছে।ইতিপূর্বে ধনীই ছিল।

আর মালদ্বীপের আয়ের মূল উৎসই হলো দ্বীপ অর্থাৎ পর্যটন শিল্প।

সুতরাং বুঝতেই পারছেন দ্বীপ ভেসে ওঠা মানে ভূমি বৃদ্ধি,পর্যটন বৃদ্ধি, আয় বৃদ্ধি।


Himel Ahmed
Himel Ahmed
630 Points

Popular Questions