গ্রাম অঞ্চলে কয়েকটি ব্যবসার আইডিয়া শেয়ার করতে পারবেন কি?

1 Answers   10.1 K

Answered 2 years ago

বাংলাদেশের অধিকাংশ ব্যবসার উৎপত্তি গ্রামে। আর বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু দারিদ্রসীমার নিচে বাস করে সেহেতু গ্রামের ভেতরে ব্যবসার উপায় খুঁজে নিলে আর বুদ্ধির সুষ্ঠু ব্যবহার করলে ভালোভাবে ব্যবসা চালিয়ে নেয়া যায়।

আসুন দেখে নিই কী কী ব্যবসা করা যায় গ্রামের ভেতরেঃ

১. পশুপালন

হাঁস, মুরগি, গরু, ছাগল এসব পালন করে আপনি আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলতে পারেন। গ্রামে যেহেতু খরচ খুবেই সীমিত, আপনাকে খুব বেশি খরচ করতে হবে না। আপনি শুধু গ্রামের ভেতরে একটি ঘর তুলে সেখানে ব্যবসা শুরু করে দেবেন। আপনি গরু বা ছাগল পালন করলে তার অধিকাংশ খাবার মাঠ থেকে সংগ্রহ করবেন। যার ফলে আপনার খরচ কম হবে এবং লাভ বেশি হবে। প্রথমে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে একটি ট্রেনিং নিয়ে আপনি শুরু করতে পারেন।

২. কৃষি খামার

বেঁচে থাকার জন্য মানুষকে খাবার খেতে হয় এবং অবশ্যই অবশ্যই খাদ্যের জন্য বাংলাদেশে বিশাল একটা মার্কেট পড়ে আছে। আপনি যদি সেটা ধরতে পারেন তবে আপনাকে এই পেশা অনেকদূর নিয়ে যেতে পারে। মার্কেট বুঝে আপনাকে সামনে এগুতে হবে। যখন যে সবজি ভালো দাম পাওয়া যায় তখন সেই সবজি চাষ করে বেশি মুনাফা আয় করা সম্ভব। ফলের বাগান করেও খুব ভালো আয় করা সম্ভব। আপনি নিজের জমিতে বা আশেপাশের কারও থেকে জমি লিজ নিয়ে কাজে নেমে যেতে পারেন। স্থানীয় কৃষি অফিসের সাথে নিয়মিত যোগাযোগ থাকলে বিভিন্ন সময়ে বিভিন্ন সহায়তা পেতে পারেন।

আমি নিজেও কৃষি পেশার সাথে জড়িত।

৩. বিকাশ, মোবাইল রিচার্জ + ফার্মেসি


একই সাথে সব কাজ হবে। আপনি আপনার ফার্মেসিতে বসে একই সাথে বিকাশ এবং মোবাইল রিচার্জ ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এক সাথে দুটি দিক থেকে আয় হবে।

৪. সমন্বিত খামার

হাঁসের সাথে মাছ চাষ করে অনেকে অভিনব উপায়ে আয় করছে। শুধু হাঁসকে খাবার ‍দিয়ে মাছের খাদ্যের চাহিদাও পূরণ হচ্ছে। যার ফলে স্বল্প খরচে অধিক মুনাফা আয় করার সুযোগ তৈরি হচ্ছে। আপনিও করতে পারেন এমন ব্যবসা।

৫. নার্সারি ব্যবসা

গ্রামে যায়গার লিজ খরচ কম আবার যোগাযোগ ব্যবস্থা ভালো। তাই আপনি সেখানে ফল ও ফুলের নার্সারি করে ভালো লাভ করতে পারেন। নিজে চারা তৈরি করতে পারলে পুরোটাই লাভের খাতে যোগ হবে। আমাদের গ্রামের পাশের গ্রামে একজন শুধু ফুলের নার্সারি করে তার পরিবার চালায়। এমন অনেক নজির আছে।

খুব সহজ কথায় বললে, যেকোনো ব্যবসাই ভালো যদি বুদ্ধি খাটিয়ে করা যায়। আমার বন্ধু স্কুল কলেজ শেষ করে এখন সাইকেলের টায়ার, টিউব, পার্টস বিক্রি করে এবং ভালো টাকা কামায়। তাই যেকোনো ব্যবসায় নামতে হলে আগে আপনাকে সেই ব্যবসা সম্পর্কে জানতে হবে। নইলে অনেক ঝামেলা পোহাতে হবে। আমার এক পরিচিত অন্যের সাফল্য দেখে না জেনেই পুকুরে চিংড়ি চাষ করতে নেমে গিয়েছিল। ফলশ্রুতিতে, তার প্রায় এক লাখ টাকার মতো লস গুনতে হয়েছে। তাই না জেনে কোনো কাজে নামবেন না। আমার অনুরোধ।

অন্যের দেখানো পথে চলে বোকারা। নিজে পথ তৈরি করতে শিখুন। আপনার দেখানো পথে মানুষ চলুক, আপনার মাথা থেকে আইডিয়া বের করে ব্যবসা দাঁড় করান। দেখবেন মানুষ আপনার দিকেই ঝুকছে।

Telha Setu
talhasetu
359 Points

Popular Questions