গ্যাস্ট্রিক সমস্যার কোনো সমাধান পাওয়া যাবে?

1 Answers   12 K

Answered 2 years ago

আপনি ১০ দিন ইসুবগুলের ভুসি খেয়ে দেখতে পারেন । আশা করি ঠিক হয়ে যাবে । পেট পরিষ্কারে ওষুধের চেয়ে ইসবগুল অনেকগুণে উপকারী ।

গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার অন্যতম ঘরোয়া উপায় হতে পারে ইসুবগুলের ভুসি খাওয়া। এটি পাকস্থলীর ভেতরের দেয়ালে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে। যে কারণে অ্যাসিডিটির বার্ন থেকে পাকস্থলীকে রক্ষা পায়। এটি হজম ঠিক রাখার জন্য পাকস্থলীর বিভিন্ন এসিড নিঃসরণে সাহায্য করে

Maruf Alam
Maruf Alam
653 Points

Popular Questions