Answered 2 years ago
গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যা আমাদের অনেকেরই আছে। সাধারনত পেট ব্যাথা, বুক ব্যাথা, বুক জ্বালা, বদহজম ইত্যাদি উপসর্গকে গ্যাস্ট্রিক বলে।
গ্যাস্ট্রিক হলে আমাদের প্রায় এন্টাসিড জাতীয় সিরাপ বা ওমিপ্লাজল জাতের ঔষুধ খেতে দেখা যায়। অতিরিক্ত গ্যাস্ট্রিকের জন্য ঔষুধ সেবন করলে শরীরে নানা সমস্যা হয়। যারা প্রয়োজন ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন দিনের পর দিন তাদের ভবিষ্যতে আয়রন, ভিটামিন, ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেবে। এমনকি হাড় ক্ষয়, অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়ার প্রবণতা সেই সঙ্গে শরীরে কিছু রোগজীবাণু প্রবেশের সক্ষমতা বেড়ে যাবে। এমনকি কিডনিতে মারাত্মক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও টাইফয়েডের মতো কিছু সংক্রমণ এবং রক্তশূন্যতাও দেখা দেয়।
সুস্থ থাকুন,সুন্দর থাকুন
Shilpi publisher