গ্যাজেট জমি কী?

1 Answers   1.8 K

Answered 1 year ago

সম্পর্কিত বাংলাদেশে জায়গা-জমি নিয়ে এতো মামলার কারণ কী? লোভ ! আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, বাংলাদেশে জায়গা জমি নিয়ে মোকদ্দমা হবার কারণ হচ্ছে সম্পত্তির প্রতি মানুষের লোভ। বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে, এজন্য বাসস্থানের জন্য আরও জায়গা দরকার। অন্যদিকে, যৌথ পরিবার ভেঙে একক পরিবার বেড়েছে। এছাড়া চাকুরি ও ব্যবসায়িক কারণে মানুষকে যেতে হয় এক জেলা থেকে অন্য জেলায়। জনসংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, বেড়েছে জীবন যাত্রার মান। এসব মিলিয়ে জমির দামও বেড়েছে অনেক। ৩০-৪০ বছর আগেও মানুষ জমি মুখে মুখেই দিয়ে দিতো, এমনকি জায়গা পরিমাপ করারও প্রয়োজন বোধ করত না। কিন্তু মানুষ প্রতি ইঞ্চি জায়গা মেপে নিচ্ছে - জমির গুরুত্ব বেড়েছে এত গুন। এখন সব জেলা শহরগুলোতে ফ্ল্যাট বাড়ির জয়জয়কার। জমি এখন স্বর্ণের চেয়েও দামী। তাই মানুষ আর জমির ব্যাপারে ছাড় দিতে রাজি নয়ই, ক্ষমতা থাকলে আরেকজনেরটাও দখল করে বসে। এমনকি আপন ভাই-বোনের মধ্যেও কোন ছাড় নেই ! জমি পাবার প্রতিযোগিতা বা লোভ যখন এতই, তখন তা নিয়ে বিবাদ আবশ্যক। আরও একটি কারণ দেখতে পেয়েছি, সেটা হচ্ছে প্রতিহিংসা। কেউ হয়ত তার জায়গা নিয়ে ভালো আছে, আরেকজন এসে দাবি করছে এখানে তো ধর্মীয় উপাসনালয় আছে ! এভাবে বিবাদের শুরু। আবার কেউ কেউ জায়গা দখল করার জন্য স্বল্প পরিসরে ধর্মীয় স্থাপনা দিয়ে শুরু করে কয়েক বছরের মধ্যে অনেকটুকু জায়গা গ্রাস করে নেয়। এসকল স্পর্শকাতর বিষয়ে আদালতের আশ্রয় নেওয়া ছাড়া কোন উপায় থাকে না।
Nabil Ahmed
nabilahmed
445 Points

Popular Questions