গুন্ডা কামালের আব্বা, গুমবাজ রক্ষীবাহিনীর প্রতিষ্ঠাতা, বাকশাইল্ল্যা, এবং একনায়ক শেখ মুজিবকে আদর করে বঙ্গবন্ধু ডাকার যৌক্তিকতা কী?

1 Answers   3.3 K

Answered 2 years ago

শেখ মুজিবুর রহমান কে সম্মান জানাতে হয় তার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেয়ার জন্য।

তিনি না থাকলে অনেকদিন পর্যন্ত (হয়তো আজকেও) আমাদের পাকিস্তানি হিসেবে পরিচিত হতে হতো, ভাবা যায়? পাকিস্তান যে দেশ, যার মানচিত্র তৈরি হয়েছিল ব্রিটিশদের দূরদর্শিতার অভাবে, না হলে ভাষাগত বা সংস্কৃতিগত মিল না থেকে, বারোশো কিলোমিটার দূরে একটা দেশকে আরেকটা দেশের সাথে ট্যাগ করে দিলেই হল?

স্বাধীনতা না আসলে আমরা পেতাম আজকে একটা স্ট্রাগলিং ইকনমি, সেখানে ইমরান খান ভুট্টো পরিবার কিংবা নওয়াজ শরীফ এর মত নেতারা থাকতেন । আজকের পদ্মা সেতু না হয়ে, উন্নয়ন যা হতো সব পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক। যতসব সরকারী চাকরি , সেনাবাহিনী, রাজনীতি সব জায়গায় থাকতো অবাংগালীদের রমরমা, তুলনামূলকভাবে বাঙালিরা থাকত কম। এই পশ্চিম পাকিস্তানের ঘৃণার সংস্কৃতি, রাজনৈতিক অস্থিরতা আর আজে বাজে নীতিতে আমরা হয়তো আরো অনেক বছর অত্যন্ত গরীব, ক্লিষ্ট হয়ে বেঁচে থাকতাম।

তিনি বাংলাদেশ নামের একটা দেশের জন্ম এবং প্রতিষ্ঠা হতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভুলভাল সব নেতারই হয়, কিন্তু সব মিলায়ে তাদের কাজ মূল্যায়ন করতে হয়।

তার প্রতি সম্মান জানানোর জন্য, 'আদর করে' (বা শ্রদ্ধাভরে) তাকে বঙ্গবন্ধু ডাকা হয়।


Sagor Ahmed
Sagor Ahmed
780 Points

Popular Questions