Answered 3 years ago
1.Miracle in Cell No. 7
বাবা মেয়ের ভালবাসা নিয়ে নির্মিত দুর্দান্ত এক ড্রামা/কমেডি মুভি। লিস্ট বেশ লম্বা তাই হিন্টস্ দিয়ে যাব বিস্তারিত বলছি না। শুধু একটা কথাই বলব মাস্টার পিস। মুভিটির ২ঘন্টাই আমি কেঁদেছি। আইএমডিবি রেটিং ৮.২।
2. Memories of Murder
থ্রিলার মুভি পরতে পরতে টুইস্ট! দুই ডিটেক্টিভ এর একজন সিরিয়াল কিলার কে খুঁজে বের করার কাহিনির উপর নির্মিত। এটি একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা। শেষ পর্যন্ত তারা কি পারবে কিলার কে খুজে বের করতে? জানতে হলে দেখে ফেলুন। আইএমডিবি রেটিং ৮.১।
3. Parasite
থ্রিলার কমেডি জনরার সিনেমা। মধ্যবিত্ত ও ধনী পরিবারের জীবনের উপর নির্ভর করে বানানো এই সিনেমা। অস্কারজয়ী সিনেমা তাই কোনো কথা হবে না। আইএমডিবি রেটিং ৮.৬।
৪. Forgotten
থ্রিলার মুভি লাভার হলে মাস্ট সাজেস্টেড, এই মুভি দেখার পর আমি দেড় মাস পাগল আছিলাম। ছোট ও বড় ভাই এর মধ্যকার কাহিনি। বড় ভাই নিখোঁজ হয়ে যায় ।তাকে খুঁজে বের করার চেষ্টা করে ছোট ভাই এক সময় বুঝতে পারে আসলে তার পরিবার তার বাবা মা তার সাথে মিথ্যা বলছে।। আসলে তারা অন্য কেউ।। কি ঘটে জানতে চাইলে বসে পড়ুন মুভি দেখতে। আইএমডিবি রেটিং ৭.৪।
5. OldBoy
আপনায় যদি একটা রুমে ১৫ বছর আটকিয়ে রাখা হয়, আপনি জানেন না কেন, কারা এমন করেছে আপনার অপরাধ ই বা কি, এবং একদিন আপনাকে মুক্ত করে দেয়া হয়। আর আপনাকে ফোন করে বলে যে মশাই আমি আপনাকে আটকে রেখেছিলাম। এখন খুঁজুন কেন?? সে কি পারবে খুঁজে বের করতে কেন তাকে আটকিয়ে রাখা হয়েছে ?? আইএমডিবি রেটিং ৮.৪।
6. No mercy
এক ডাক্তার যে একটি কেসে ময়নাতদন্ত এর রিপোর্ট পালটে আসামির পক্ষে রায় পেতে সাহায্য করে। তার ঠিক ১৫ বছর পর তার সেই ভুলের মাসুল কিভাবে চুকাতে হয় সেই গল্প। থ্রিলার জনরার মুভি।। এক ভয়ংকর প্রতিশোধ এর গল্প। আইএমডিবি রেটিং ৭.৪।
7. A moment to Remember
রোমান্স /ড্রামা মুভি। অসাধারণ একটি মুভি। আইএমডিবি রেটিং 8.2।
8. I saw the devil
ভয়ংকর এক প্রতিশোধের গল্প। আগে একজন এ মুভি সম্পর্কে বলেছে তাই বিস্তারিত না বললাম। থ্রিলার একশন সিনেমা। আইএমডিবি রেটিং ৭.৮।
9. Ayla: The Daughter of War
মুভিটি আসলে কোরিয়া ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত। এক তুর্কি সৈন্য ১৯৫০ এর কোরিয়া যুদ্ধে অংশ নেন। সেখানে গিয়ে কুড়িয়ে পান এক যুদ্ধে বাবা মা হারানো শিশুকে। বাকি গল্প মুভিতে দেখবেন। হাইলি সাজেস্টেড থাকবে মুভিটি। বাস্তব গল্পের উপর নির্মিত সিনেমা। আইএমডিবি রেটিং ৮.৫। কান্না ধরে রাখতে পারবেন না।
ashis publisher