গুগল মানচিত্র থেকে কি উপার্জন করা যায়?

1 Answers   1.5 K

Answered 2 years ago

গুগোল মানচিত্র থেকে আয়ের যে উপায়টি সম্পর্কে আমি জানি সেটা আপনার সাথে শেয়ার করছি। বর্তমানে প্রায় সব ব্যবসায় প্রতিষ্ঠান তাদের বিজনেস কে গুগোল ম্যাপে এড করে থাকে , কিন্তু এমন কিছু বিজনেস ওনার আছে যারা গুগোল ম্যাপের সাথে তাদের বিজনেস ওয়েবসাইট কে এড করে ভুলে যায় বা পারে না। প্রথমে আপনাকে ইউটিউব বা অন্য মাধ্যম থেকে শিখতে হবে কিভাবে একটি ওয়েবসাইটকে গুগোল ম্যাপে যোগ করতে হয় এরপর আপনাকে খুজে বের করতে হবে সেসব ওয়েবসাইট যেগুলো গুগোল ম্যাপের সাথে সংযোগ করা নেই , এরপর আপনাকে ম্যানুয়ালি সেসব ওয়েবসাইটের মালিকদের সাথে যোগাযোগ করে তাদের ওয়েবসাইট গুলোকে গুগোল ম্যাপে যোগ করে দিতে হবে , এর বিনিময়ে আপনি পারিশ্রমিক নিবেন।


Surdha Suraiya
surdhasuraiya
192 Points

Popular Questions