Answered 2 years ago
এটা একটা বিজনেস পলিসি। এর অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে কিছু বলার চেষ্টা করব।
তারা আপনাকে খুব লিমিটেড কিছু সুবিধা দিবে যা কম কিন্তু দরকারি। এটার সাথে আপনি অভ্যস্ত হয়ে গেলে আপনি এত সহজে এর থেকে আর বের হতে পারবেন না। বরং আপনার প্রয়োজন পড়বে আরও অনেক সিকিউর এবং বেশি সুবিধা। আর আপনি তখনি তাদের কাছে ধরা। আপনিকে যেতে হবে paid ভার্সনে। তখনি তো তাদেরকে গুনতে হবে অর্থ। এটা এক ধরনের Freemium policy ও বলা যেতে পারে।
বিষয়টা অনেকটা ড্রাগ ডিলারদের মতো। প্রথমে আপনাকে তারা সাপ্লাই দিবে আর আপনি addicted হয়ে গেলে তো আপনার Business রমরমা। মনে রাখবেন গুগল, মাইক্রোসফট এমন বড় বড় কম্পানি এত ছোট খাট চিন্তা করে না। customer দের গতিবিধি বোঝার জন্য তাদের অনেক ধরনের employee নিয়োগ দেওয়া আছে। তারা এইটা নিয়েই গবেষণা করে যে কি করলে আরও বেশি কাস্টমার তাদের নাগালে আসবে। আর আপনি নিজেই তাদের এক একটা প্রোডাক্ট।
ashikafser publisher