গুগল দ্বারা আজ পর্যন্তর সবচেয়ে বড় ভুল কী হয়েছে?

1 Answers   11.9 K

Answered 3 years ago

ভুল অনেক আছে, তবে আমার চোখে যেটা পড়েছে সেটা হলো গুগল প্লাস। গুগল প্লাসের পেছনে গুগলের এফর্ট এবং মনোযোগ কোনোটার কমতি ছিলো না। কিন্তু ফেসবুকের সামনে গুগলের মত জায়ান্টও সুবিধা করতে পারলোনা। অনেক হাকডাক দিয়ে শুরু করলেও এখন হারিয়ে গেছে গুগল প্লাস।

প্রশ্ন-উত্তর সাইট হিসেবে গুগলের চোখের সামনে কোরার উত্থান এবং প্রতিষ্ঠা পাওয়াকেও গুগলের ব্যর্থতা মনে করি।


Fardin Ashik
fardinashik
422 Points

Popular Questions