গুগল ড্রাইভে রাখা ছবি বা ভিডিও কি গুগল কোম্পানি এক্সেস করতে পারে?

1 Answers   3 K

Answered 2 years ago

হ্যাঁ অবশ্যই পারবে। আপনি যখন গুগল ড্রাইভে কোনো ফাইল আপলোড করেন তখন সেই ফাইলগুলো স্টোর হয় গুগল এর ডাটা সেন্টারে। এটা কিছুটা এমন আপনি আপনার কোনো ফাইল আপনার স্টোরেজ বাঁচানোর জন্য আপনার বন্ধুর কম্পিউটারে রাখলেন। এখানে আপনার বন্ধুর কাজটা করতেছে গুগল।

এখন আপনি বন্ধুর কম্পিউটারে আপনার ফাইল গুলো রাখার পরে বন্ধু সেগুলো যেমন অ্যাক্সেস করতে পারবে ঠিক গুগল ও আপনার ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে।

অনেকে হয়তো বলবে যে না পারবে না কারণ গুগল ইনক্রিপশন সিস্টেম ব্যবহার করে। ভুলেও এসব কথাই বিশ্বাস করতে যাবেন না। গুগল ড্রাইভ যতই তথাকথিত ইনক্রিপশন সিস্টেম ব্যবহার করুক না কেন Google still can access your files any time.

Aabonti
aabonti
320 Points

Popular Questions