আপনি খুব সহজেই কোনো ফাইলকে Google Drive কিংবা Google Photos অ্যাপে ‘Restore’ বা রিকভার করতে পারেন
গুগল ড্রাইভ ইউজারেরা কোনো ফাইলে পুনরায় ফিরিয়ে আনতে একজন ড্রাইভ স্পেশ্যালিস্টের সাহায্য নিতে পারেন
গুগল ড্রাইভে ডিলিট হয়ে যাওয়া কোনো ফাইলকে 30 দিন সময়কাল পর্যন্ত রিকভার করা যায়
গুগল সংস্থার সবচাইতে গুরুত্বপূর্ণ ইনবিল্ট ফিচার হল Google Drive ও Google Photos। এই দুই ফিচারকেই ফটো, ভিডিও সমস্ত বিভিন্ন ফাইলকে ডিভাইসে স্টোর করতে ও শেয়ার করতে সাহায্য করে। এমনকি গুগল ইউজারদের ডিলিট হয়ে যাওয়া ফটো বা ফাইলগুলিকে ফিরিয়ে আনতে বা ‘Restore’করতে সাহায্য করে। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইলকে পুনরায় ফিরিয়ে আনতে চান, তবে জেনে নিন কিভাবে গুগল ড্রাইভ ও গুগল ফটোস অ্যাপের মাধ্যমে কোনো ডিলিট হয়ে যাওয়া ফাইলকে রি-স্টোর করবেন।
কীভাবে গুগল ড্রাইভে(Google Drive) ফটো রিকভার করবেন-
প্রথমে নিজের ডিভাইসে গুগল ড্রাইভ ওপেন করুন। এরপর ‘Trash’ ফোল্ডারে যান।
‘Trash’ ফোল্ডারে গেলে আপনি গুগল ড্রাইভের সমস্ত ডিলিট হয়ে যাওয়া ফাইল দেখতে পাবেন।
ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলিকে রি-স্টোর করতে হলে প্রথমে যে ফাইলকে ফিরিয়ে আনতে চান, তাতে রাইট ক্লিক করতে হবে।
এর ফলে একটি মেনু ফুটে উঠবে যেখানে দেখা যাবে দুটি অপশন – ‘Restore’ ও ‘Delete forever'।
তবে মোবাইল ইউজারেরা ফাইলের রাইট সাইডের থ্রি-ডট বাটনে ক্লিক করলে ‘Restore’ বাটন খুঁজে পাবেন।
এরপর ‘Restore’ অপশন সিলেক্ট করলেই ডিলিট হয়ে যাওয়া ফাইল আগের জায়গায় পৌছে যাবে।
প্রসঙ্গত যে সমস্ত ইউজারেরা গুগল ড্রাইভ ইউজ করেন তারা প্রয়োজনে কোনো ফাইল রিকভার করতে ড্রাইভ স্পেশ্যালিস্টের সাহায্য নিতে পারেন। ইউজারেরা কোম্পানিকে কল করে বা হেল্প ডেস্ক চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে-
কোনো ফাইলকে ডিলিট করার 30 দিন পর্যন্ত তাকে আবার আগের অবস্থানে রি-স্টোর করা যেতে পারে। তবে 30 দিনের বেশি হয়ে গেলে পুরনো ফাইলকে ফিরিয়ে আনা যাবে না।
আপনি চাইলে ড্রাইভের ‘Trash’ ফোল্ডারকে খালি করতে ডিলিট করা ফাইলগুলিকে চিরকালের জন্য মুছে ফেলতে পারেন।
meglaakash publisher