Answered 2 years ago
বাংলা লেখার সঠিক ইউনি কোড না থাকার দরুন এখনো কিছু কিছু ব্রাউজার ভালো মতো বাংলা লেখা সাপোর্ট করে না। ফন্ট সেটিংস ছাড়াই গুগল ক্রোমে সুন্দর বাংলা দেখা যায় কিন্তু কিছু যুক্ত অক্ষরে একটু আধাটু সমস্যা হয় । এরমধ্যে একটি কমন সমস্যা হল বাংলা লাইনগুলির লেখাগুলি বক্স আকারে দেখানো। আর এ সমস্যা দূর করার জন্য প্রয়োজন সামান্য গুগল ক্রোম এর সেটিং পরিবর্তন।
প্রথমে এড্রেসবারে http://chrome://settings/fonts লিখে Enter দিন অথবা সেটিং থেকে ম্যানুয়ালী সেটিংস এ গিয়ে Under the Hood এ ক্লিক করে Web Content থেকে Customized Fonts… অপশনে ক্লিক করুন।
এরপর নিচের স্ক্রিনশর্টে দেখানো Sans-serif font থেকে SolaimanLipi কিংবা SiyamRupali অথবা আপনার পছন্দমত যেকোন ইউনিকোড ফন্ট সিলেক্ট করে দিন। এবং Encoding থেকে Unicode UTF-8 সিলেক্ট করে দিন।
এরপর Finished অপশনে ক্লিক করুন। আশা করি আর আপনার গুগল ক্রোমে বাংলা লেখা দেখার সমস্যা হবে না।
কোন সমস্যা হলে জানাবেন, ভালো থাকুন ধন্যবাদ।
monikaahmed publisher