গুগল কি আসলেই প্রধানমন্ত্রীর ছেলে জয় আগে তৈরি করেছিলেন? ছাত্রলীগ কেন জয়কে গুগলের জনক বলে থাকে?
0
0
1 Answers
13.1 K
0
Answered
1 year ago
প্রথমত,
স্টানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি ছাত্র থাকাকালীন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ১৯৯৮ সালের ৪ই সেপ্টেম্বর গুগল নির্মান করেন। গুগলের ১৪ শতাংশ শেয়ার তাদের এবং বিশেষ সুপারভোটিং ক্ষমতার মাধ্যমে ৫৬ শতাংশ স্টকহোল্ডারকে নিয়ন্ত্রণ করে। ৪ ই সেপ্টেম্বর, ১৯৯৮ সালে তারা গুগলকে প্রাইভেট কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করেন। গুগল আগস্ট ১৯, ২০০৪ সালে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) দেয় ও গুগলপ্লেক্স নামে মাউন্টেইন ভিউতে তাদের নতুন সদরদপ্তরে স্থানান্তরিত হয়। আগস্ট ২০১৫ সালে গুগল এর বিভিন্ন কার্যক্রম আলফাবেট ইনকর্পোরেটেড নামে সমন্বিত করার পরিকল্পনার কথা জানায়। আলফাবেটের প্রধান অধীনস্থ সংগঠন হিসেবে আলফাবেটের ইন্টারনেট কার্যক্রম পরিচালনা করবে। পুনর্গঠনের সমাপনী অংশ হিসেবে ল্যারি পেজ সুন্দর পিচাইকে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতিস্থাপন করেন। (ল্যারি পেজ এখন আলফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা)
দ্বিতীয়ত,
সজীব ওয়াজেদ জয় কোনদিন নাকি কোন সার্চ ইঞ্জিন আবিষ্কার করেছে। সেখান থেকেই মূলত ছাগুলীগের পাগলাদের এই দাবি! আসলে ওই সার্চ ইঞ্জিনের অস্তিত্ব ছাত্রলীগের নেতাকর্মীদের মুখে ছাড়া কোথাও নেই!
Sakib23 publisher