গুগল এডসেন্স সিক্রেটস জানতে চাই?

1 Answers   13.1 K

Answered 2 years ago

১। প্রয়োজনীয় পেজ থাকতে হবে। যেমনঃ হোম পেজ, কন্টাক পেজ, প্রাইভেসি পলিসি পেজ ইত্যাদি।

২। নুন্যতম ১০টি ইউনিক আর্টিকেল থাকতে হবে।

৩। সাইটে কোন এরর থাকা যাবে না।

৪। সাইটের বয়স নুন্যতম ১ মাস হতে হবে।

৫। গুগল এডসেন্সের এড ঠিক মত সাইটে বসাতে হবে।

Sazib
Sazib
311 Points

Popular Questions