গুগলে সার্চ করে যে লেখাগুলো পাওয়া যায় তা কি সব সময় ঠিক হয়?

1 Answers   4.8 K

Answered 2 years ago

সহজ উত্তর না।

ঠিক হয় না।

গুগলের ৯৯ শতাংশ উত্তর তৃতীয় পক্ষ থেকে নিয়ে দেয়। এবং সেইজন্য উত্তর ভুল হওয়ার সুযোগ আছে।

আমাদের আগে জানা উচিত গুগল কীভাবে কাজ করে? গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন তাই গুগলে কিছু লিখে সার্চ করলে প্রচুর লিঙ্ক দেখায়।

ধরুন আপনি সার্চ করলেন ভারতের রাজধানীর নাম কী?

গুগল উত্তর দেখাবে নতুন দিল্লি।

কীভাবে দেখায়?

গুগল তার সার্ভারে কোটি কোটি পেজ লোড করে রেখেছে। যখন কেউ কিছু সার্চ করে তখন গুগল সেই লেখাটা তার সার্ভারে থাকা পেজের সাথে মিলিয়ে দেখে যেটা পায় যেটাই শো করে।

সেইজন্য গুগল ১০০ শতাংশ নির্ভুল নয়।

উল্লেখ্যঃ ইংল্যান্ডের এক যুবক তার প্রেমিকার কাছে ইংল্যান্ডের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হিসেবে স্বীকৃতির জন্য এমন কিছু কাজ করেছিল যেখানে ইংল্যান্ডের সব থেকে হ্যান্ডসাম পুরুষ সার্চ করলে তাকেই দেখাচ্ছিল।


Emon Khan
emonkhan
200 Points

Popular Questions