গুগলে কিভাবে নিজের ছবি আপলোড দেব?

1 Answers   2.8 K

Answered 2 years ago

গুগলে তো নিজের ছবি আপলোড দেওয়া যায় না।গুগল হলো একটি সার্চ ইঞ্জিন সেখানে শুধু সার্চ করা যায়, আপলোড করা যায় না।আপনি যেসব ছবি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি স্যোশাল মিডিয়ায় আপলোড করেন গুগলে সার্চ করলে এসব‌ই প্রদর্শিত হয়।

আপনাকে একটা কৌশল শিখিয়ে দেই, যেটা প্রয়োগ করে স্যোশাল মিডিয়ায় ছবি আপলোড করার পর কেউ যদি আপনার নাম লিখে গুগলে সার্চ করে তাহলে আপনার ছবি গুগলে দেখা যাবে।

আপনি যে ছবি স্যোশাল মিডিয়ায় আপলোড করবেন সেটা Rename করে আপনার নাম লিখে আপলোড করবেন, তাহলে গুগলে আপনার ছবি পাওয়া যাবে।

আপনি যদি মহিউদ্দিন রমজান অথবা Mohiuddin Ramzan লিখে গুগলে সার্চ করেন তাহলে প্রথম যে ওয়েব পেজ ও ছবিগুলো দেখতে পাবেন সেগুলো আমিই আপলোড করেছি।


Popy Khatun
popykhatun
473 Points

Popular Questions