Answered 2 years ago
কখনোই ছিলোনা নাকি এখন নেই? গার্লফ্রেন্ড নাই মানে কোন প্যারা নাই। কিছুক্ষণ পরপর ফোন করে কেউ প্যারা দিবেনা এই সুযোগটা কাজে লাগান। মাঝে মাঝে ট্যুর দিতে পারেন। কয়েকটা স্কিল শিখতে পারেন যেমন প্রোগ্রামিং, আবৃত্তি, দুইহাতে লেখা, লেখালেখি করা এই টাইপের কিছু। এতে করে একটা বাড়তি কিছু শেখা হবে সয়মটাকেও উপভোগ করা হবে আর এমন কিছু স্কিল থাকলে গার্লফ্রেন্ডও আসবে।
jhuntumia publisher