Answered 2 years ago
আমি একটা নাম পরামর্শ করছি। আপনি আপনার প্রেমিকাকে ভালবেসে বা আদর করে কুক্কুরীপা নামে ডাকতে পারেন। কুক্কুরীপা হচ্ছেন বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের একমাত্র মহিলা কবি। সুতরাং আপনি এই মহান মানবীর নামে আপনার প্রেমিকাকে ডেকে তাকে সম্মানিত করতে পারেন।
বিশেষ সতর্কীকরণঃ প্রেমিকা ভুল বুঝে ঝাটার বারি দিলে কিংবা গালে পাঁচ আঙ্গুলের ছাপ বসিয়ে দিলে এর জন্য সিদ্ধার্থ সজল দায়ী থাকবে না।
Irin Islam publisher