গার্মেন্টসের আয়রন কত প্রকার ও কি কি?

1 Answers   6.2 K

Answered 1 year ago

সম্পর্কিত স্পঞ্জ আয়রন কী? Sponge Iron বলতে iron কে spongy বোঝায় না। Iron ore, pellets, briqutet, ore fines, millscale ইত্যাদিকে না গলিয়ে 1100 —1200°C natural gas বা কয়লা দিয়ে সরাসরি বিজারিত করলে আয়রনকে যে অবস্থায় পাওয়া যায় তাকে sponge Iron বলে। এটা Iron প্রস্তুতিতে scrap র পরিবর্তে ব্যবহৃত হয়। নিম্ন মানের Iron ore, গুড়ো Iron ore, mill scale( machine cutting এ যে গুড়ো Iron বা steel blast furnace এ সরাসরি ব্যবহার র অযোগ্য সেগুলোকে এই ভাবে spong Iron নামে ব্যবহার করা সম্ভব হয়। বিশ্বে ভারত সবথেকে বেশি sponge Iron উৎপন্ন করে । এই sponge Iron প্রস্তুতিতে এত বেশি দূষণ হয় যে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্রে sponge Iron production বন্ধ করে দেওয়া হয়েছে।
Abu Jahid
abujahid
359 Points

Popular Questions