Answered 2 years ago
গাছ রাতে অক্সিজেন দেয় না কে বললো?Areca Palm, Neem, Aloe vera এরা সবাই ই রাতে অক্সিজেন দেয়।
Just kidding.আপনার প্রশ্নটা আমি বুঝেছি।আপনি বলতে চেয়েছেন বেশিরভাগ উদ্ভিদ রাতে অক্সিজেন ত্যাগ করে না, যেহেতু তাদের সালোকসংশ্লেষণের আলোক পর্যায় এসময় বন্ধ থাকে।তবুও মানুষ কীভাবে রাতে অক্সিজেন পায়?
উত্তরটা যতটুকু জানি বলার চেষ্টা করি।মনে হয় একেবারে খারাপ হবে না।
বায়ুতে অক্সিজেনের পরিমান শতকরা ২০.৯৫ ভাগ।নাইট্রোজেন এর পরেই বায়ুর উপাদানসমূহের মধ্যে সর্বাধিক পরিমানে থাকে অক্সিজেন।এই অক্সিজেন এর মোটামুটি অর্ধেক আসে স্থলজ উদ্ভিদ থেকে।আর বাকিটা সরবরাহ করে সমুদ্রের অণুবীক্ষণিক প্ল্যাংক্টন।গাছ রাতে অক্সিজেন না দিলেও আমাদের অসুবিধা হচ্ছে না।জিনিসটা এভাবে দেখুন।ধরুন, এখন বাংলাদেশে দিন।তাহলে এখানকার উদ্ভিদ এখন অক্সিজেন দিচ্ছে।কিন্তু একই সময়ে আমেরিকায় রাত।তাই সেখানকার উদ্ভিদ অক্সিজেন দিচ্ছে না।তাই মোটামুটিভাবে যে গোলার্ধে দিন, সেখানকার উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন অন্য অংশের চাহিদা পূরণ করছে।আর জলজ প্ল্যাংক্টন তো আছেই।তাই সব মিলিয়ে রাতে অর্থাৎ আপনার বিপরীত গোলার্ধ (পূূর্বের মতই ধরে নিচ্ছি আপনি বাংলাদেশে এবং এখানে দিন) যখন রাত, তখন সেখানকার গাছ অক্সিজেন না দিলেও, আপনার এলাকার গাছের দেয়া অক্সিজেন এ তাদের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। আবার আপনার যখন রাত, তখন তাদের দেয়া অক্সিজেন এ আপনার কাজ চলে যাচ্ছে।
যতটুকু জানতাম লেখার চেষ্টা করেছি।ভুল থাকলে নিঃসংকোচে গঠনমূলক মন্তব্য করবেন।
popykhatun publisher