সম্পর্কিত
বিজ্ঞানীরা বলছেন যে আমরা “End of the Antibiotic Era.” তে প্রবেশ করছি। এর দ্বারা তারা আসলে কী বোঝাতে চেয়েছেন?
হ্যাঁ, কথাটা সত্য। প্রায় ১০০ বছর আগে আবিষ্কৃত এন্টিবায়োটিক গত শতাব্দিতে এতটাই ব্যাবহৃত হয়েছে যে এখন সব যায়গায় (জল, স্থল, বায়ু) এন্টিবায়োটিকস পাওয়া যাচ্ছে, অপর দিকে কিছু সুপার বাগ শত-সহস্র মানুষের শরীরে পাওয়া যাচ্ছে যার বিপরিতে কোনো এন্টিবায়োটিক কাজ করছে না। যার ফলশ্রুতিতে বড় বড় ফার্মাসিউটিকল জায়ান্ট গুলো এমন কোনো কিওর খুঁজে পাচ্ছে না যা সুপার বাগের বিপরিতে কাজ করে, তাই তাদের ইনভেস্টম্যান্ট ফোকাস দিন কে দিন কমতে যাচ্ছে। তাই এসময় কে ইন্ড অব দা এন্টিবায়োটিক এএরা বলা হচ্ছে। আরো জানবার জন্য নিচের লিংক পড়তে পারেন।
fardinashik publisher