Answered 2 years ago
না৷ অনলাইনে শিখে খামার করতে যাবেন না। খামার ব্যাপারটা ভাবনাতেই যত সহজ। করতে গিয়ে বুঝতে পারবেন আসলে কেমন৷ তাই শুধু অনলাইন থেকে জেনে খামার করা যায় না।
আমার প্রতিবেশী একজন সৌদি প্রবাসী দেশে এসে পরিকল্পনা করলো সে আর প্রবাসে যাবে না৷ দেশে কিছু একটা করবে। বিশাল এক ঘর তৈরি করলো, গরু পালন করার উদ্দেশ্যে। কতগুলো বাছুর নিয়ে আসলো। তার উৎসাহের শেষ নেই৷ তাই আমি কিছু বলিনি। আমি বললেই ভাবত আমি তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করছি।
তার এত উৎসাহের যথেষ্ট কারণ ছিল। সে-ও অনলাইনে খামার সংক্রান্ত ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিল। তবে ভিডিওতে অনেককিছু দেখানো হয় না। শেষমেশ যা হওয়ার তাই হলো, সবকটা বাছুর লসে বিক্রি করলো। ঘরটা এখন খালি। কোন কাজে আসে না।
আপনি যদি খামার করতে চান তবে প্রথমে একটা খামারে কাজ নিন। অন্তত মাস দুয়েক কাজ করুন। কিছু পয়সাও পাবেন, আর অভিজ্ঞতাও হবে। এরপর আপনি নিজেই বুঝতে পারবেন আমার খামার করা উচিত হবে কি না৷ ধন্যবাদ।
runakhatun publisher