Answered 2 years ago
আজ থেকে ২৮ বছর আগে বিয়ে করেছিলাম, আমার শ্বশুর গরিব চিলেন তার ৫ মেয়ে এবং ২ ছেলে। ছেলেরা ছোট ছিল। মহান আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন তার তিন মেয়ের বিয়েতে আমি কিছু খরচ করেছিলাম, এবং আমি সৌভাগ্যবান যে আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। এটাই সুবিধা।
আমি বিয়েতে শুধুমাত্র একটা আংটি নিয়েছিলাম, পরবর্তীতে আমার স্ত্রীর গহনা বানানোর সময় সেই আংটি দিয়ে গহনাটি একটু ভাড়ি বানায় দেই।
আমি যখন বিয়ে করেছিলাম তখন বেকার ছিলাম, বিয়ের ৩ বছর পর চাকুরী পাই, ২২ বছর চাকুরি করে আবার বেকার হয়ে যাই। কিন্তু আমি কারো কাছে কখনো হাত পাতি নাই। রিজিকের ব্যবস্থা আল্লাহই করেন। তার উপর ভরসা আছে।
Shilpi publisher