গত কিছুদিন ধরেই বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে যে পোষা পিটবুল কুকুর শিশু ও বয়স্কদের আক্রমণ করছে! এই ঘটনার পিছনে প্রকৃত কারণ কী? পিটবুল প্রজাতির কুকুর পোষা অনেক দেশে নিষিদ্ধ কেন?

1 Answers   8.8 K

Answered 2 years ago

" কামড়াও , ধরে রাখো এবং ঝাঁকাও " এটি হলো পিটবুলের মূল নীতি। তার ফলে ভয়ংকর ক্ষতি হয়ে যায় আক্রান্ত মানুষ ও অন্য প্রাণীদের ।

ঢাকার মোহাম্মদপুরে থাকার সময় এক অসহায় লোক হাসপাতালে গভীর রাতে আমার দায়িত্বকালীন, এমন কামড় নিয়ে এসেছিলো।

যদিও কুকুরের এই জাতটি সবচেয়ে ভয়ংকরতম নয়। কিন্তু কামড়িয়ে শেষ না করা পর্যন্ত সে হাল ছাড়বে না। এই জাত টি তৈরী করা হয়েছিল ১৯০০ শতকের দিকে তার চেয়েও বড় প্রাণী যেমন মোষ, বুনো শুকর শিকার করার জন্য।

কুকুরের সব জাত ই নেকড়ে থেকে আগত, রেগে গেলেও সকলেই মনিবের কথা মানে, এক পিটবুল ছাড়া । কারণ দেখতে কুকুর হলেও মনে প্রাণে সে নেকড়ে। তাই বলা হয়, নেকড়ে পালতে চাইলে জার্মান শেফার্ড, সেটি দেখতে নেকড়ে হলে ও মনে প্রাণে গৃহপালিত কুকুর।

সে এক জটিল সমীকরণ। কুকুরের ব্রিডিং, হাইব্রিডিং ও উল্ফ ডগ নিয়ে জানতে লিংকটি দেখতে পারেন।

Jarin Anjum
jarinanjum
164 Points

Popular Questions