Answered 3 years ago
হ্যা! প্রোগ্রামিং-এ ম্যাথ লাগে তবে, বেশিরভাগ ক্ষেত্রে প্রোগ্রামিং করার জন্য আপনার প্রচুর গাণিতিক জ্ঞানের প্রয়োজন নেই। তবে প্রোগ্রামিং টা ম্যাথের মতোই। এইটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার। একাডেমিক লেভেল অন্তত ক্লাস 1 থেকে 7 শ্রেনীর ম্যাথ গুলো সব গুলা হচ্ছে বেসিক ম্যাথ। এই বেসিক ম্যাথ জানা থাকলে এনাফ। তবে বড় বড় প্রজেক্ট গুলাতে যেমন ডেটা স্ট্রাকচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নেটওয়ার্কিং ও ইলেক্ট্রনিক্স সিস্টেমস, এসবের জন্য মাঝে মাঝে কমপ্লেক্স ম্যাথ লাগে।
আপনি যখন শেখার মধ্যে থাকবেন তখন যে ছোট ছোট ম্যাথ গুলো লাগবে ওইগুলো লজিক্যালি চিন্তা করলে নিজে নিজেই পেরে যাবেন। আর যদি 10+10 এর উত্তর কি সেটা বের করতে না পারেন তাহলে আপনি ম্যাথের বেসিকে দুর্বল এবং তখন প্রোগ্রামিং এ লজিক খাটাতে পারবেন না। আপনাকে তখন ক্লাস ফাইভ, সিক্স, সেভেনের বেসিক ম্যাথ বসে বসে করা লাগবে।
সবশেষে এটা বলবো যে, ম্যাথ নিয়ে টেনশন না করে প্র্যাকটিস করেন। যদি কোথাও কোন ম্যাথমেটিক্যাল প্রবলেম পান ওইটা তখনই শিখে নিলে পরবর্তীতে ওই ধরনের প্রবলেম সলভ করতে সহজ হবে।
afrojasultana publisher