Answered 1 year ago
খিস্তি-খেউর !!
'খেউর গাওয়া' অর্থ হচ্ছে , সরাসরি খিস্তি নয় কিন্তু মোলায়েমভাবে পরিবেশিত ডার্টি-জোকস্ হচ্ছে "খেউর গাওয়া। "
আমার ইউটিউব চ্যানেলে, কিছু খেউর-গান বা খেউর শ্লোক আছে উদাহরণ দিলে বোধহয় পরিস্কার হয়ে যাবে?
"অস্ত্রে তোমার বস্ত্র দাও,শাস্ত্রে যদি থাকে কিঞ্চিৎ দেখাও। " আরো বলি? " কৃষ্ণ কালো,রাম ভালো !! শ্যাম ভালো,শ্যাম্পেন ভালো।আরো ভালো নিন্দাবাদের বৃন্দাবনের বিনোদিনী রাই !! তাই ঠাকুর মশায়,গুরু গোসাঁই !! ককপিটে-ককটেলে, দেব-দারু মগে ঢেলে…. ✌ নিদেনপক্ষে চায় !! চারু-কলা নাড়ু-কলা, পিঠ-ভাইরাভাই।" হায়-রে পিঠ-ভাইরাভাই।
তরজা,ঝাঁপান কিম্বা কবিগানের মধ্যে প্রায়শই 'খেউর-গাওয়া' হয়ে থাকে। কোনো কোনো সমঝদার রসিকজনের মতে,, "নিধুবাবুর টপ্পা" নাকি খেউর গানের পর্যায়ে পড়ে।
tithikhatun publisher