Answered 2 years ago
চাপ প্রয়োগ করলে পরমাণু বা অণুগুলোর কাছাকাছি চলে আসার ফলে তরলে রুপান্তরিত হয়।গ্যাস কে তরলে পরিণত করতে দুটো ব্যাপার মাথায় রাখতে হবে - একটা critical pressure ও ওপরটি critical temperature. কোন গ্যাস Critical temperature র ওপর থাকলে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন তরলে রুপান্তরিত হবে না। তেমনি গ্যাস র চাপ critical pressure র কম থাকলে থাকলে যতই তাপমাত্রা কমানো হোক না কেন গ্যাস তরলে রুপান্তরিত হবে না। যেমন অক্সিজেন র critical temperature --118.6 °C ও critical pressure 49.8 atm pressure
hossain publisher