Answered 1 year ago
সম্মান করা দোষের কিছু না তো। এটা ভালো গুণ। তবে বেশি ভালো কোনো কিছুই ভালো না। এক দিকে সবাই যেমন সম্মান করতে পারে না তেমনি সবাই সম্মান টা পাবে এটাও ঠিক না। আপনার প্রতি আমার পরামর্শ হবে ঠিক তাকেই সম্মান করুন যে সত্তি সম্মান টা পাবার যোগ্যতা রাখে। নয় তো না। যারা আপনার সম্মান পাবার যোগ্যতা রাখে না তাদের কেউ যদি সম্মান দেখান তাহলে একটা সময় তাদের কাছে স্বস্তা হয়ে যাবেন। নিজের কাছেই সাম্মান হারিয়ে ফেলবেন। বিকৃত হয়ে যাবেন। আমার মতে প্রতিটা মানুষের নিজেকে নিজের সম্মান করা উচিৎ। নিজের সম্মানের জন্য কাজ করা উচিৎ তাহলে নিজের সঠিক রাস্তা নিজেই পেয়ে যাবেন।
shuvanahmed publisher