খালেদা জিয়ার বিদেশের চিকিৎসায় যাওয়ার বিষয়টি আসলে জটিলতা কোথায়?

1 Answers   11.1 K

Answered 2 years ago

খালেদা জিয়া একবার বিদেশে কোনো এক অযুহাতে চলে যেতে পারলে যতদিন বেচে আছেন ততদিন তাকে বাংলাদেশে ফেরত আনা যাবে না। ছেলে থাকে লন্ডনে। ছেলে তখন খালেদা জিয়াকে লন্ডনে এনে নিজের কাছে রাখবে এবং লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকবেন। বিএনপি নেতারা এটা ভালো করেই জানে যে, খালেদা জিয়াকে কোনো ভাবে বিদেশে পাঠাতে পারলেই জেলে যাওয়া থেকে খালেদা জিয়া রেহাই পাবে। তারেক রহমান যেমন যাবতজীবন কারাদন্ডের রায় মাথায় নিয়ে পলাতক আছেন, ঠিক তেমনি খালেদা জিয়া তখন ৭ বছরের কারাদন্ড মাথায় নিয়ে বিদেশে থাকবে। ফেরত আসবেন না। একজন সাজাপ্রাপ্ত দন্ডিত আসামী যাকে কিনা বিশেষ বিবেচনায় বয়সের কারনে জেলের বাইরে রাখা হয়েছে সেই খালেদা জিয়াকে যদি চিকিৎসার ছুতায় বিদেশে পাঠিয়ে দেয়া হয় তবে তিনি এ যাত্রায় বেচে যাবেন জেলে যাওয়া থেকে এবং ইতিহাসের একমাত্র দন্ডিত আসামী যিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য গমন করা ব্যাক্তি হিসেবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে উনার নাম লেখা থাকবে। খালেদা জিয়ার বয়স ৭৮ বছর। অনেক ষড়যন্ত্র করেছেন ক্ষমতায় থাকাকালীন সময়ে। এত পাপ করেছেন জীবনে যে এতিমদের অভিশাপে তিনি বর্তমানে সাজাপ্রাপ্ত এক আসামী। পদ্মা সেতু হবে না। হলেও সেটা জোড়াতালির সেতু হবে, আপনারা কেউ সেই সেতুতে উঠতে যাবেন না। সেতু ভেংগে যাবে উঠলে, এসব উস্কানি দিতেন এই মহিলা। দেশের উগ্রবাদী জংগীদের মা হিসেবে উনার বেশ নাম ডাক আছে। ক্ষমতায় থাকতে উন্নয়ন কি জিনিস দেশের মানুষ ভুলে গিয়েছিলো, বোমা হামলা, গ্রেনেড হামলা চালিয়ে নিজের রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনাকে মারতে চেয়েছিলেন। হায়, ভাগ্যের কি নির্মম খেলা উনার সাথে। অবশেষে এতিমের জন্য সবার থেকে দান হিসেবে নেয়া টাকা মেরে নিজের ব্যাংক একাউন্টে ট্রান্সফারের মামলায় ৭ বছরের জেল। খালেদা জিয়া বর্তমানে দেশের শীর্ষ হাসপাতালে চিকিৎসার সুযোগ পাচ্ছেন। উনার কি বিশেষ রোগ হয়েছে যে তাকে বিদেশে পাঠাতে হবে এডফান্স কেয়ার সেন্টারে? শয়তানি কি সেখানে বসে বসে করতে বেশি ভালো লাগবে বলে বিদেশে যেতে এক অযুহাত দেখিয়ে সাজা থেকে রেহাই পাওয়ার চেষ্টা? খালেদা জিয়া এবার একটু পলিটিক্স বাদ দিন। আপনি অনেক বদমাইশী দেখিয়েছেন। শেষ জীবনে মৃত্যু সন্নিকটে থাকা অবস্থায় শয়তানি, বদমাইশী এসব বাদ দিয়ে যেভাবে চিকিৎসা চলছে, সেভাবেই চলতে দিন। বেচে থাকলে এতেই অনেক দিন বাঁচবেন।
Rasel Rana
rasel.rana12
189 Points

Popular Questions