খাবার সময় ঠোঁটে কামড় লাগে কেন?

1 Answers   11.8 K

Answered 2 years ago

জি ধন্যবাদ প্রশ্ন করার জন্য…।

আসলে খাবারের সময় ঠোঁটের কোনে বা জিবে কামর পড়ার ব্যাপার নিয়ে আমাদের দেশের গ্রামীণ সংস্কৃতিতে কিছু কুসংস্কার প্রচলিত আছে..। যেগুলো আমাদের পূর্ব পুরুষ মুরুব্বিরা নাকি বলেগেছেন..। যে খাবার সময় ঠোঁটের কোণে বা জিবে কামর পড়া মানে, তুমার গোশত খেতে ইচ্ছে করছে, বা তুমি গোশত খাবা এমনটা ইঙ্গিত দিচ্ছে, আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যে ও কুসংস্কার...। বাস্তবতার সাথে এগুলোর কোনো মিল নেই…। ইসলাম বা বৈজ্ঞানিকবাবেও এগুলোর কেনো ভিত্তি নেই…।

মূলত, প্রচন্ড তারাহুরো কিংবা,খাবার খাওয়ার সময় সচেতন না থাকার কারণে অথবা খাবার খাওয়ার সময় বেশি বেশি কথা বলার কারণে এমনটা হয়ে থাকে…। এছাড়া আর কিছুই নয়…। আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে বেড়িয়ে আসা সময়ের দাবি

আশা করি উত্তরটা পেয়েছেন

ধন্যবাদ


Raju  Ahmed
raju007
469 Points

Popular Questions