খাওয়ার সময় হেঁচকি উঠে কেন? একবার উঠলে বার বার শুধু উঠতেই থাকে, আবার কিছুক্ষণ পর এমনিতেই ঠিক হয়ে যায়, এর মূল কারণ কী?
4
0
1 Answers
4.8 K
0
Answered
2 years ago
আমি যেটুকু বোলতে পারবো, এটি মূলত বদ হজমের জন্য হোয়ে থাকে সাধারণত । তাছাড়া, আরো ভিন্ন কিছু কারণ ও থাকতে পারে । প্রাথমিকভাবে আপনি, ওমিপ্রাজল ২০মি. ও ডমপেরিডন ১ টি কোরে ট্যাবলেট দুই বেলা খেয়ে দেখতে পারেন পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করার চেষ্টা করুন । চেষ্টা কোরে দেখতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন " ইনশাআল্লাহ " ।
Rahul publisher