কয়টি দেশকে ভারত স্বীকৃতি দেয় নি?

1 Answers   11.6 K

Answered 3 years ago

যেসব দেশ ইউ এন বা জাতিসংঘের সদস্য নয় সেই দেশ গুলিকে ভারত স্বীকৃতি দেয় নি। এই দেশগুলি হচ্ছে:-


১.কসোভো:- যারা ইংলিশ কোরার অন্যতম সমর বিশারদ লেখক রোলান্ড বারতাৎস্ক এর উত্তরগুলো বা ওনার লেখা বই দ্য "স্মেল অব ওয়ার" পড়েছেন তারা নিশ্চই এই দেশটির নাম জানেন। ইউরোপের এই দেশটি পূর্বের সার্বিয়া নামক দেশ থেকে আলাদা হয়েছে।

২. তাইওয়ান:- অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়ার পরেও শুধু জাতিসংঘের মান্যতা না থাকায় ভারত এই দেশকে স্বীকৃতি দেয় নি।

৩. অবখাজিয়া:- বিশ্বের বেশিরভাগ দেশই এই দেশকে স্বীকৃতি দেয় নি এবং একে জর্জিয়ার একটি অংশ হিসেবেই ধরে।

৪. দক্ষিণ ওসিটিয়া:- এই দেশটিও ১৯৯১ সালে জর্জিয়া থেকে আলাদা হয়েছে। কিন্তু জাতিসংঘের পাশাপাশি ভারত একে স্বীকৃতি দেয়নি।

৫. সাহারাউই গণতন্ত্র:- পশ্চিম সাহারার মরুভূমি অঞ্চলের এই দেশটিকে ভারত এখনো স্বীকৃতি দেয় নি।

৬. সোমালিল্যান্ড: সোমালিয়ার কিছু অংশ নিয়ে গঠিত এই দেশটিকে ভারত স্বীকৃতি দেয়নি এখনো

Sajidur Rahaman
sajidurrahaman
276 Points

Popular Questions