ক্ষত্রিয় হয়ে কি নাপিতের মেয়েকে বিয়ে করা যাবে? এটা নিয়ে কি শাস্ত্রে কিছু বলা আছে?

1 Answers   8.2 K

Answered 2 years ago

শাস্ত্রে অনেক কিছুই বলা আছে।শাস্ত্রে বলা আছে ক্ষত্রিয়ের কাজ রাজ্য শাসন ও দেশরক্ষা। তা আপনি কি আধুনিক ফর্মে কোনো জনপ্রতিনিধি? না আপনি তিন বাহিনীর কোনোটিতে চাকরি করে দেশরক্ষার কাজে নিয়োজিত? সনাতন হিন্দু ধর্মে ২০টি সংহিতা আছে।এছাড়া গৃহসুত্র ও ধর্মসুত্র ইত্যাদি অনেক ধর্মগ্রন্থে মানুষের জন্মের পূর্বে গর্ভাধান থেকে মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়া পর্যন্ত সবকিছু পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করা হয়েছে। আপনি কি জীবনে যে ষোড়শ সংস্কার এর বিবাহ ছাড়া অন্যান্য সব

সংস্কারগুলি এতদিন পালন করে চলেছেন? আপনি কি জীবনে চলতে গেলে অনিচ্ছাকৃত প্রাণী হত্যার জন্য যে পঞ্চসূনা পাপ তা স্খালনের জন্য প্রতিদিন পঞ্চ যজ্ঞ পালন করেন? আপনি জানেন যে হিন্দু ধর্মে বলা হয়েছে "অষ্ট বর্ষে ভবেৎ গৌরী, নব বর্ষে চ রোহিনী।দশম বর্ষে ভবেৎ কন্যা,তদুর্ধং রজঃস্বলা।পিতা চ মাতা চ জৈষ্ঠ্য ভ্রাতা তথৈব চ,ত্রয়স্তে নরককং যাতি,দৃষ্টা কন্যাং রজঃস্বলা।" ? আপনার বয়স নিশ্চয় ২৪ এবং মেয়েটির বয়স ৮? যদি সবকটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে বিয়ে করেন না! কারণ শাস্ত্রে ভিন্ন বর্ণের পুরুষ ও নারীর বিবাহের ফলে বর্ণ সংকরের জন্ম হয় এবং তাদের গূণগত মান ক্রমশ হ্রাস পায় এরকম বলা

হয়েছে। বাংলা কোরার পাঠক ও লেখক তথা হিন্দুদের ৯৯% মনুসংহিতা কোনোদিন চোখে দেখেনি! সুতরাং এখানে প্রশ্ন করে সঠিক উত্তর পাবেন না! আর আপনি যদি একটি মেয়েটিকে ভালোবেসে থাকেন তখন নিশ্চয়ই শাস্ত্রগ্রন্থ বগলে ভরে প্রেম করতে যান নি। তাহলে মেয়েটিকে reject করার ফন্দি ফিকির না খুঁজে বরং বিয়ে করে নিন। সকল কোরামিত্র আপনাকে শুভেচ্ছা জানাবে। ধন্যবাদ।

Hossain Kabir
hossainkabir
303 Points

Popular Questions