Answered 2 years ago
ভুলেও ক্লাস ফ্রেন্ডকে বিয়ে করবেন না। তাহলে ভবিষ্যৎ অন্ধকার। বিয়ে টিকবে না। ফয়াফল তালাক। অতীতে যারা ক্লাস ফ্রেন্ডকে বিয়ে করেছে তাদের বেশির ভাগেরই সংসার টিকেনি। ক্লাসে এক মেয়ের সাথে আমার খুব ভাব ছিলো। আমরা একসাথে বসতাম। একসাথে বাসায় ফিরতাম। একসাথে ক্লাসে যেতাম। একদিন ম্যাডাম আমাদের বললেন- দুজন একসাথে বসো, ক্লাসে আসো। এটা ভালো। কোনো সমস্যা না। কিন্তু তোমরা কোনদিন বিয়ে করো না। তাহলে জীবনে সুখ থাকবে না।
Neha Khatun publisher