ক্রিয়েটিভ কাদের বলা হয়, মূলত ক্রিয়েটিভ কারা?

1 Answers   10.2 K

Answered 2 years ago

কারা নয় সেটা বলুন। আপনি যখন একটা অংকের সমাধান বিভিন্নভাবে করতে পারেন, একটা প্রশ্নের উত্তর বিভিন্নভাবে দিতে পারেন তখন আপনি একজন ক্রিয়েটিভ। Microsoft,Apple,Adidas সহ আরো যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোর লোগো এক একটা ক্রিয়েটিভিটি।এক একটা ডিজাইন কি সুন্দর এবং একটা আরেকটা থেকে ইউনিক।আপনি যখন কোন কিছুর(হতে পারে জুতা, হতে পারে একটি লোগো) একটা সুন্দর ডিজাইন করলেন তখন আপনি একজন ক্রিয়েটিভ।আমরা বইয়ের কাভারের যে ডিজাইন গুলো দেখি সেগুলো এক একটা ক্রিয়েটিভিটি।আপনি কবিতা লিখতে পারেন? আপনি একজন ক্রিয়েটিভ। আপনি গল্প লিখতে পারেন? আপনি একজন ক্রিয়েটিভ। মোদ্দা কথা হল যখন আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে নতুন এবং ইউনিক কিছু করতে পারবো তখন আমরা ক্রিয়েটিভ। হতে পারে সেটা একেবারে সম্পূর্ণ কোন নতুন এবং ইউনিক বিজনেস আইডিয়া। উদাহরণস্বরূপ google যখন এসেছিল তখন পৃথিবীতে এমন কোন সার্চ ইঞ্জিন ছিল না যাতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, বিশ্বের, মহাবিশ্বের সকল তথ্য জমা থাকে। যারা এ প্রথম উদ্যোগকে নেন তাদেরকে ক্রিয়েটিভ বলা যায়। আবার ফেসবুক যখন এসেছিল তখন পৃথিবীতে কোন সামাজিক যোগাযোগ এর প্ল্যাটফর্ম ছিল না। সে ক্ষেত্রে মার্ক জুকারবার্গ ও তার বন্ধুদের ক্রিয়েটিভ বলা যেতে পারে।
Renuka Renu
renukarenu
553 Points

Popular Questions