ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছক্কা মারায় এত দুর্বল কেন?

1 Answers   2.7 K

Answered 2 years ago

অফিসে বসে চুরি করে খেলা দেখছি আর এই প্রশ্নের উত্তর দিচ্ছি। তবে ভাববেন না আমি কাজে ফাকি দিচ্ছি বাংলাদেশের ব্যাটসম্যানদের মত। কাজ সেরে ফেলেছি। তাই এখন এই উত্তর দিচ্ছি।

এখন কাজের কথা বলি,

আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মানসিকতা অনেক দুর্বল। তাদের খেলা দেখার সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করে দেখবেন। তাদের আত্মবিশ্বাস অনেক কম। আমি পারব বা আমরা পারব এটা তাদের বিশ্বাসে নেই।

এই যে দুর্বল মানসিক শক্তি এখানেই তারা আগে হেরে যায়। ছয় মারবে কিভাবে। তাদের চার মারতেই কষ্ট লাগে।

এখন ছয় মারতে শারীরিক শক্তির দরকার। অবশ্যই দরকার। কিন্তু বিশ্বের অনেক বড় বড় খেলোয়ার আছেন যারা শারীরিক শক্তির চেয়ে টেঁকনিক দিয়ে ছয় মেরেছেন। এদের মধ্যে গড অফ ক্রিকেট শচীন টেন্ডুলকারও কিন্তু ছয় মেরেছেন। তো তিনি বা তার দেহের গড়ন কি বাধা হয়েছে। না হয়নি। তো পেশী শক্তির সাথে টেঁকনিক এর একটা যোগ সূত্র রয়েছে।

ছয় মারা ক্ষেত্রে পেশি শক্তি ও টাইমিং এর গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। ক্রিস গেইল পেশী শক্তির খেলোয়াড়। তিনি এক বার যদি কোন বল টাইমিং করতে পারেন তবে সেটা বাউন্ডারি হবে। এখানে তার দেহ অনেক বড় একটি ফ্যাক্ট।

তো বাংলাদেশের খেলোয়াড়দের দেহের গড়ন এভারেজ। তবুও তাদের পেশী শক্তি, টাইমিং বা টেঁকনিক কোনটার একটি যদি ভাল হতো তবে সেক্ষেত্রে তারা এগিয়ে যেতো। আপনি বিরাট কোহলি কব্জির মোচড়ে ছয় দেখেছেন কিনা জানি না। তবে তার এই টাইমিং শট গুলো আমার ভাল লাগে। কারণ তিনি এখানে পেশী শক্তির ব্যবহার করেন না বলেই চলে। শুধু মাত্র টাইমিং ও সঠিক জায়গা মত প্লেস করা। ব্যাস হয়ে যায়।

আর এখানেই বাংলাদেশের প্রতিটি খেলোয়াড় হেরে বসে আছে। তাদের না আছে পেশী শক্তি, না টাইমিং, না টেঁকনিক। তারা কালে ভাদ্রে যে ছয় গুলো মেরে থাকে সেগুলো আসলে ধরার মত নয়। এখন কেন সেগুলো ধরার মত নয় তারা বড় দল গুলোর বিপক্ষে ছয় তেমন মারতে পারে না। আবার ছোট দলের সাথেও হিমশিম খায়। কারণ তাদের আত্মবিশ্বাস নেই।

ছয় মারার ক্ষেত্রে আত্মবিশ্বাস থাকা অনেক জরুরী। ইন্ডিয়ান টেলিভিশনে কাপিল শর্মা শোতে বিরেন্দ্র শেওয়াগ তার একটা ঘটনা বলে ছিলেন -

ভারত পাকিস্তান টেস্ট ম্যাচ। শেওয়াগ ক্রিজে, সাথে শচীন টেন্ডুলকার। শচীন অনেক রেগে আছেন কারণ দলের অবস্থা ভাল না। আর শেওয়াগ ছয় মারছেন। ট্রাই করছেন। তারপর শচীন শেওয়াগকে বললেন যে এখন যদি তুই ছয় মারিস, তাহলে আমি তোকে মারব। এরপর শেওয়াগ ২৯৪ রান করলেন সেখানে ছয় নেই বললেই চলে। তখন তিনি শচীন কে বললেন যে এখন যদি সাকলাইন মুশতাক বোলিং এ আসে তবে আমি ছয় মারব। তো শচীন পারমিশন দিলেন কারণ দলের অবস্থা ভালো। ব্যাস সাঈদ আনোয়ার আসলেন শেওয়াগ ছয় মারলেন। তিনি সেখানে আরও বলেছেন যে আমি যদি সিদ্ধান্ত নেই ছয় মারব তবে ফিল্ডার কোন ব্যাপার না।

এই যে আত্মবিশ্বাস আমি পারব। আমাকে পারতে হবে। এটাও বাংলাদেশের ব্যাটসম্যানদের কম আছে। কারণ তারা ভয় নিয়ে খেলে। তাদের খেলার মধ্যে ফিয়ারলেস বলে কোন জিনিস নেই। অথচ আজকের ক্রিকেট অনেক ফিয়ারলেস।

তাই বাংলাদেশের ক্রিকেটাররা যত দিন আত্মবিশ্বাস, টাইমিং, পেশী শক্তি ও টেঁকনিক এর মাঝে ব্যালেন্স আনতে না পারবে তত দিন তারা ছয় মারতে পারবে না বলে আমার মনে হয়।

ধন্যবাদ রেহনুমা সিদ্দিকী অর্চি প্রশ্নটীর জন্য

ধন্যবাদ, ভালথাকবেন।

বিঃদ্রঃ Sayan ভাই ধন্যবাদ নাম ঠিক করে দেয়ার জন্য।


Imtiyaz Ahmed
imtiyazahmed
433 Points

Popular Questions