Answered 2 years ago
ভারতীয় বোলাররা বোলিং অ্যাকশনে অবৈধ হয় না কথাটা বললে ভুল হবে,তারাও বোলিং অ্যাকশনে অবৈধ হয় তবে ভারতের তুলনায় অন্য দেশের খেলোয়াড়দের অবৈধ হওয়ার হারের অনুপাত তুলনামূলক বেশি।
উদাহরণ হিসেবে বলতে পারি, ভারতীয় ব্যাট্সম্যানও পার্টটাইম বোলার রাইডু কিছু দিন আগেই আইসিসি(ICC)কতৃক বোলিং অ্যাকশনের কারণে অবৈধ হয়েছিলেন।
বাংলাদেশ,শ্রীলঙ্কা , পাকিস্তান, নিউজিল্যান্ড,ওয়েস্ট ইন্ডিজ দেশের ক্রিকেটাররাও বোলিং অ্যাকশনে অবৈধ হয়েছিলেন সেক্ষেত্রে ভারতীয় বোলারদের ততটা অবৈধ হতে হয় নি।
আমার মতে, এর কারণ হচ্ছে আমাদের দেশে জাতীয় পর্যায়ে যেসকল টুর্নামেন্ট হয়ে থাকে সেখানে তদারকি তুলনামূলক কম। বিভাগ পর্যায় থেকেই যদি যাদের অ্যাকশন অবৈধ তাঁদেরকে শুধরানোর সুযোগ করে দেয়া হয়,তাহলে জাতীয় পর্যায়ে এসে বোলারদের দ্বিধায় পড়তে হয় না।
তাই গোড়া থেকেই বোলারদের প্রতি যত্নশীল হতে হবে যাতে তারা ভালো বোলার হিসেবে জাতীয় দলে জায়গা করে নিতে পারে। আর কোনো খেলোয়াড়কে যাতে জাতীয় দল থেকে বাদ বা বোলিং অ্যাকশনের কারণে অবৈধ হতে না হয় সেদিকে প্রত্যেক দেশের বোর্ডকেই সচেতন হতে হবে।
lionahmed publisher