Answered 2 years ago
প্রতিনিয়ত মার্কেট নিত্যনতুন মডেলের স্মার্টফোন সংযোজন হওয়ার কারণে এই হিসাবটা একটু কঠিন।
প্রতিবছর Apple যে ফ্লাগশিপ ফোনগুলো রিলিজ করে সেগুলোর সাথে মার্কেটের অন্যান্য ব্র্যান্ডের ফ্লাগশিপ অর্থাৎ The Best ফোনগুলোর তুলনা করলে এই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব।
ক্যামেরার মান মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করবে। প্রথমত ক্যামেরা হার্ডওয়্যার এবং প্রসেসিং সফটওয়্যার।
এখানে হার্ডওয়্যার বলতে ক্যামেরা সেন্সর এবং ইমেজ প্রসেসিং চিপ কে বোঝানো হচ্ছে। আর সফটওয়্যার দিয়ে Camera অ্যাপ্লিকেশন এর অপটিমাইজেশন এবং ফিচারগুলো কতটা শক্তিশালী বা দক্ষ সেটা বোঝানো হচ্ছে।
এখন কথা হচ্ছে মার্কেটের প্রধান দুটো সেন্সর প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো: সনি এবং স্যামসং। বেশিরভাগ স্মার্টফোন কোম্পানি এই দুটো প্রস্তুতকারকের সেন্সর ব্যবহার করে থাকে। এখন এই একই সেন্সর ব্যবহার করে যে কোম্পানি যত ভালো অপটিমাইজেশনের সাথে ইমেজ প্রসেস করার ক্ষমতা সম্পন্ন ফোন তৈরি করবে সেটাই বেস্ট।
সর্বশেষ মার্কেট বিশ্লেষণে সেরা ক্যামেরা ফোনগুলো হলো:
iphone 13 Pro Max
Samsung Galaxy S22 Ultra
Vivo X80 Pro +
Sony Xperia 1
এখানে Sony Xperia 1 মূলত প্রফেশনাল ভিডিও গ্রাফি ফিচার সম্বলিত এবং ফটোগ্রাফির জন্য কম পারফেক্ট তার কারণ হচ্ছে এর বড় কিন্তু মাত্র 12 MP এর সেন্সর। বাকিগুলো সবই পারফেক্ট হাইব্রিড ক্যামেরা।
তবে এই দৌড়ে iphone 13 Pro Max এর পর কাউকে স্থান দিতে হলে আমি S22 Ultra কেই এগিয়ে রাখবো ব্যক্তিগত ভাবে। তবে অনেক বিশ্লেষকের মতে, S22 Ultra আইফোন 13 pro max এর থেকে ভালো পারফর্ম করে।
ভুলত্রুটি ক্ষমা করবেন। চাইলে একটা up vote দিতে পারেন।
ধন্যবাদ।
rashedulrana publisher