Answered 2 years ago
ক্যান্সারের লক্ষণ কী, কী ? সেটা নিশ্চিত করে বলা যাবে না। লক্ষণসমূহ হিসাবে যা যা বলা হয়, সে সবই অনুমান ভিত্তিক। বলা হয়, ১। দীর্ঘদিন ধরে শরীরে কোনো ক্ষত না শুকানো, ২। শরীরে কোনো টিউমার তৈরী হওয়া, ৩। ওজন কমে যাওয়া, ৪। শরীরের কোনো স্থানে ত্বকের রংয়ের পরিবর্তন, ৫। দীর্ঘদিন ধরে চলতে থাকা কাশি, ৬। খাবার গিলতে অসুবিধে, ৭। কন্ঠস্বরের পরিবর্তন, এসবই বলা হয়ে থাকে। কিন্তু,
সমস্যা হচ্ছে, এইসব লক্ষণ অন্য রোগের ক্ষেত্রেও হতে পারে। সুতরাং,
ক্যান্সারের লক্ষণ হিসাবে, পরীক্ষা, নিরীক্ষা ব্যতীত নিশ্চিত হওয়া যাবে
না। আবার একদমই কোনো লক্ষণ ছাড়াও শরীরে বাসা বাঁধতে পারে এই জটিল রোগ। এসব ব্যাপারে, কৌতূহল নিরসনে কোরা বা গুগল এ অনুসন্ধান করা যেতেই পারে, কিন্তু, বাস্তবিক ক্ষেত্রে এসব অনুসন্ধান চরম বিভ্রান্তি তৈরী করতে পারে, যে রোগ নিজের শরীরে হয় নি, শরীরে সে রোগের অস্তিত্ব নিয়ে অকল্পনীয় মানসিক বিপর্যয় তৈরী হতে পারে। সুতরাং, উচিৎ হবে একজন দক্ষ চিকিসকের সাথে আলোচনা করা এবং তাঁর পরামর্শ অনুসরণ করা।
dorududdin publisher