ক্যাডেট কলেজের মেয়েরা জীবন সঙ্গীনী হিসেবে কেমন হয়?

1 Answers   3.8 K

Answered 2 years ago

    অনেককে দেখি অমুক স্কুল থেকে পড়েছে, তমুক কলেজ থেকে পড়েছে, এসব বলে এক ধরনের দাম্ভিকতায় ভোগেন। কেউ কেউ আছে ক্যাডেট থেকে পড়েছে বলে নিজেদের বিশেষ কিছু দাবি করে। কেউ কেউ অমুক নামি বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, এসব নিয়েও আত্মতুষ্টিতে ভোগে।
    নিজেকে এভাবে ক্লাসিফাইড করার কি আছে? যেখান থেকেই পড়েন না কেন, এসবের কোন দাম নেই। আপনি কেমন তা বোঝা যাবে আপনার চিন্তাচেতনায়, আপনার আচার - আচরণে। কাজেই অমুক নামি কলেজে, তমুক ক্যাডেট কলেজ, এসবের মাহাত্ম্য অনেকের কাছে জিরো। সময়ের সাথে সাথে, পরিপক্ব হওয়ার সাথে সাথে ও নিজের মধ্যে একটি বৃহত্তর ধৃষ্টিভঙ্গি গ্রো করার সাথে সাথে- এসব সংকীর্ণ চেতনা পরিবর্তন হয়ে যাবে। নিজেকে সমৃদ্ধ করতে করতে একটি বৃহত্তর, সার্বজনীন ও শক্তিশালী চেতনা সময়ের সাথে সাথে গড়ে উঠবে।
    কাজেই ক্যাডেট কলেজের সঙ্গিনী বিশেষ কিছু নয়। অন্য আট দশ জনের মতই সাধারণ। আলাদা ক্যাটাগরি করার কিছু নেই।

Ahona Sardar
ahonasardar
463 Points

Popular Questions